প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রায় ৩৭ হাজার মাল্টিমিডিয়া প্রজেক্টর কিনছে সরকার। এ জন্য খরচ হবে ১৮৫ কোটি ৯৯ লাখ টাকা।
বুধবার (১৬ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণলয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ জানান, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি ৩) আওতায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে একটি প্যাকেজের অধীনে ৩৬ হাজার ৭৪৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য খরচ হবে ১৮৫ কোটি ৯৯ লাখ টাকা।