শিক্ষার্থীদের জন্য বাস চালুর ঘোষণা মেয়র আনিসুলের

দৈনিক শিক্ষাডেক্স |

PIC-1

শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে ভাল মানের বাসে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আনিসুল হক বলেন, খুব শিগগিরই তিন হাজার উন্নত মানের বাস ঢাকা শহরে নামানো হবে। এবং যার এক হাজারটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত। আর বর্তমানের ১৮০টির বদলে মাত্র পাঁচটি কোম্পানির দ্বারা এসব বাস পরিচালনা করা হবে। এতে মানুষের যাতায়াতের দুর্ভোগ এবং যানজটের মাত্রা অনেকটাই কমে আসবে। একই সাথে শহরের রাস্তায় আর কোন আবর্জনা থাকবে না বলেও ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেবার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ সুবিধা সম্পর্কে ধারনা দেয়া হয়। সেইসাথে শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।

PIC-2

অনুষ্ঠানে বক্তারা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনকে কাজে লাগিয়ে দেশের সু-নাগরিক হিসেবে তৈরী হবার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সাথে একাডেমিক শিক্ষার বাইরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে সক্রিয় হয়ে মানবীয় গুনাবলীর বিকাশ ঘটানোর সুযোগ নেবার জন্য শিক্ষার্থীদের প্রতি তাগিদ দেন তাঁরা।

স্নাতক ও স্নাতোকত্তর পর্বে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগে এবারে প্রায় ১৩শ শিক্ষার্থীকে বরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য, কোষাধ্যক্ষ, ডীন বৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ও শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0031108856201172