ইসলামিয়া কলেজে নতুন অধ্যক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি |

চার মাসের অস্থিরতা ও স্থবিরতা কাটিয়ে নগরীর সদরঘাটের ইসলামিয়া কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফা মোর্শেদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরির শর্তাবলী রেগুলেশন ২০১৫ এর ধারা অনুযায়ী ১৯ নভেম্বর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন জেলা প্রশাসনের শিক্ষা শাখা।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, ‘জাতীয় বিশ্বদ্যিালয়ের বিধি ও নির্দেশনা মোতাবেক ইসলামিয়া কলেজ পরিচালনা কমিটি ভেঙে দেয়া হয়েছে। পাশাপাশি কলেজে শিক্ষার পরিবেশকে আরও সমুন্নত করতে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়াও নির্দেশনা অনুযায়ী ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ৫ জন সিনিয়র শিক্ষকদের মধ্য হতে যাচাই বাছাই করে জেষ্ঠ্যতার ভিত্তিতে ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফা মোর্শেদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।’

নতুন অধ্যক্ষকে আগামী ৭ দিনের মধ্যে কলেজের রেজিস্ট্রারসহ সকল কাগজপত্র হস্তান্তরের জন্য সাবেক অধ্যক্ষ রেজাউল কবিরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নির্দেশনার প্রেক্ষিতে সোমবার (২০ নভেম্বর) ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন মোস্তফা মোরশেদ।

এদিকে, ৪ মাসের অস্থিরতা ও স্থবিরতা কাটিয়ে ইসলামিয়া কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ করায় কলেজের শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার (২১ নভেম্বর) মিষ্টি বিতরণ করেছেন এবং নতুন অধ্যক্ষ মো. মোস্তফা মোর্শেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

নতুন অধ্যক্ষের দায়িত্ব প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে মো. মোস্তফা মোর্শেদ  জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এবং জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছি। কলেজে শিক্ষার পরিবেশকে আরও সমুন্নত করতে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একযোগে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন ইসলামিয়া কলেজের নতুন এ অধ্যক্ষ।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ড. মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে গত বছরের ৩০ জুন দায়িত্ব শেষ হওয়ায় কলেজের কার্যক্রম পরিচালনার জন্য কলেজের উপাধ্যক্ষ কিংবা জ্যেষ্ঠতম কোন শিক্ষককে দায়িত্ব হস্তান্তরের আদেশ দেওয়া হয়েছিল।

কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা না মেনে প্রায় দেড় বছর মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মো. রেজাউল কবির স্বপদে বহাল থেকে নানান অনিয়মের অভিযোগ উঠে।

পরবর্তীতে ইসলামিয়া কলেজ ছাত্র-শিক্ষক, অভিভাবক কর্মচারী সংগ্রাম পরিষদের ব্যানারে অধ্যক্ষ মো. রেজাউল কবিরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এমনকি তাঁর কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে কলেজে প্রায় ৩ মাস অস্থিরতা ও স্থবিরতা দেখা দেয়।

পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে ইসলামিয়া কলেজ পরিচালনা কমিটি ভেঙে দিয়ে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীকে সভাপতি করে এডহক কমিটি গঠন করে। এই এডহক কমিটিই নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন।


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0034120082855225