জাতীয়করণ: বিসিএস শিক্ষা সমিতি যেমন চায় (পর্ব -২)

নিজস্ব প্রতিবেদক |

নব্য জাতীয়করণকৃত ও ভবিষ্যতে জাতীয়করণযোগ্য কলেজসমূহের শিক্ষকবৃন্দকে নন-ক্যাডার হিসেবে নিয়োগ, পদোন্নতি ও জ্যেষ্ঠতা সংক্রান্ত একটি বিধিমালার খসড়া তৈরি করেছে বি সি এস সাধারণ শিক্ষা সমিতির কতিপয় নেতা-কর্মী। খসড়ার কপি শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দিয়েছেন।

শিক্ষা সমিতির তৈরিকরা খসড়া বিধিমালার প্রথম অংশ শিক্ষা বিষয়ক দেশের একমাত্র অনলাইন জাতীয় পত্রিকা দৈনিকশিক্ষাডটকম’র পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

১। শিরোনাম ও প্রবর্তন।

  ১.১। এই বিধিমালা “জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী (নিয়োগ, পদোন্নতি ও জ্যেষ্ঠতা) বিধিমালা ২০১৭ নামে অভিহিত হইবে;

  ১.২। জাতীয় শিক্ষানীতি ২০১০ মহান জাতীয় সংসদে পাশ হওয়ার তারিখ অর্থাৎ ০৭ ডিসেম্বর /২০১০ হইতে এই বিধিমালা কার্যকর হইবে।

২।সংজ্ঞা।– বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই বিধিমালায়-

  ২.১ “শিক্ষক” অর্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক কতৃক জাতীয়করণকৃত কলেজে নিয়োগের নিষেধাজ্ঞা জারির পূর্বে নির্দেশিকার অনুচ্ছেদ ৬.২-এ উল্লিখিত কোন পদে নিয়োগপ্রাপ্ত হইয়া এমপিওভুক্ত হিসাবে জাতীয়করণের তারিখ অব্যাহতভাবে কর্মরত ছিলেন;

  ২.২। “নির্দেশিকা” অর্থ নং-শিম/শা-১৩/এমপিও নীতিমালা সংশোধন/২০১২/৮৭, তারিখ: ২৪ মার্চ, ২০১৩ দ্বারা জারীকৃত “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ) এর শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবলকাঠামো সম্পর্কিত নির্দেশিকা”;

  ২.৩ “কর্মচারী” অর্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক কর্তৃক জাতীয়করণকৃত কলেজে নিয়োগের নিষেধাজ্ঞা জারির পূর্বে নির্দেশিকার অনুচ্ছেদ ৬.২-এ উল্লিখিত কোন পদে নিয়োগপ্রাপ্ত হইয়া এমপিওভুক্ত হিসাবে জাতীয়করণের তারিখে অব্যাহতভাবে কর্মরত ছিলেন;

  ২.৪। “কমিশন” অর্থ বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন;

  ২.৫। “ক্যাডার” অর্থ বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডার;

  ২.৬। “স্থানান্তরিত পদ” অর্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক কতৃক জাতীয়করণকৃত কলেজের অনুমোদিত জনবল কাঠামোভুক্ত শিক্ষক বা কর্মচারীর বিদ্যমান কোন পদ;

  ২.৭ “কার্যকর চাকরিকাল” অর্থ জাতীয়করণকৃত কলেজে কোন শিক্ষক বা কর্মচারী জাতীয়করণের অব্যবহিত পূর্বে একাধিকক্রমে এমপিওভুক্ত পদে যে সময়কাল চাকরি করিয়াছেন উহার অর্ধেক;

তবে শর্ত থাকে যে, উক্ত কলেজে কোনো শিক্ষক জাতীয়করণের অব্যবহিত পূর্বে এমপিওভুক্ত পদে একাধিকক্রমে ৪(চার) বৎসরের কম সময় চাকরি করিয়া থাকিলে উক্ত চাকরিকাল কার্যকর চাকরিকাল হিসেবে গণ্য হইবে না;

  ২.৮। “জাতীয়করণকৃত” অর্থ বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্দেশ্যে সরকার কর্তৃক জাতীয়করণ করার ঘোষণার তারিখ হইতে সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে যে সকল বেসরকারি কলেজের ব্যবস্থাপনা কতৃপক্ষ/ গভর্ণিং বডি উক্ত কলেজ পরিচালনার কর্তৃত্বসহ উহার স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের নির্দেশানুসারে সরকারের অনুকূলে রেজিস্ট্রিকৃত দলিলবলে হস্তান্তর করিয়াছে এবং সরকার কলেজটির দায়িত্ব গ্রহণ করিয়াছে;

  ২.৯। “নিয়োগকারী কর্তৃপক্ষ ” অর্থ –

         ২.৯.১। শিক্ষকের ক্ষেত্রে সরকার, এবং

         ২.৯.২। কর্মচারীর ক্ষেত্রে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা;

  ২.১০। “উপযুক্ত কর্তৃপক্ষ” অর্থ মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর;

  ২.১১। “প্রয়োজনীয় যোগ্যতা” অর্থ নির্দেশিকায় উল্লেখিত সংশ্লিষ্ট পদের বিপরীতে নিয়োগ/ পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা;

  ২.১২। ‘‘অস্থায়ীভাবে নিয়োগ” অর্থ জাতীয়করণকৃত কলেজের স্থানান্তরিত পদে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষক বা কর্মচারীকে জাতীয়করণের তারিখ হইতে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত;

  ২.১৩। “নিয়মিতকরণ” অর্থ জাতীয়করণকৃত কলেজের কোন পদে সাময়িকভাবে পদস্থ কোন শিক্ষক বা কর্মচারীকে উক্তপদে কমিশন বা, ক্ষেত্রমতে, উপযুক্ত কর্তৃপক্ষের সুপারিশক্রমে নিয়োগকারী কতৃপক্ষ কর্তৃক নন-ক্যাডার হিসাবে নিয়মিতকরণ;

  ২.১৪। “বেসরকারি কলেজ” অর্থ স্বীকৃতিপ্রাপ্ত/ অধিভুক্ত কলেজ; এবং

  ২.১৫। “জাতীয়করণকৃত কলেজ শিক্ষক বা কর্মচারী” অর্থ জাতীয়করণকৃত কলেজের শিক্ষক বা কর্মচারীর কোন পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক কর্তৃক জাতীয়করণকৃত কলেজে নিয়োগের নিষেধাজ্ঞা জারির পূর্বে নিয়োগ প্রাপ্ত হইয়া জাতীয়করণের তারিখে অব্যাহতভাবে কর্মরত থাকা অবস্থায় জাতীয়করণকৃত কলেজের সংশ্লিষ্ট পদে সাময়িকভাবে পদস্থ হইয়াছেন।

অন্য যে সকল শব্দ বা শব্দাবলী এই বিধিমালায় ব্যবহৃত হইয়াছে, কিন্তু সংজ্ঞায়িত করা হয় নাই, ঐ সকল শব্দ বা শব্দাবলী নির্দেশিকায় যে অর্থে ব্যবহৃত হইয়াছে, এ বিধিমালায়ও একই অর্থ বুঝাইবে।

৩। পদ স্থানান্তর ।-জাতীয়করণের জন্য নির্বাচিত বেসরকারি কলেজের অনুমোদিত ও জনবলকাঠামোভুক্ত শিক্ষক ও কর্মচারীর পদসমূহ জাতীয়করণ সম্পন্ন হওয়ার তারিখ হইতে জাতীয়করণকৃত কলেজের পদ হিসাবে স্থানান্তরিত হইবে।

৪। অস্থায়ী নিয়োগ ।-জাতীয়করণকৃত কলেজের শিক্ষক বা কর্মচারীকে নিয়োগকারী কর্তৃপক্ষ জাতীয়করণের তারিখ হইতে স্থানান্তরিত পদে বিধি ৫ এর শর্ত সাপেক্ষে অস্থায়ীভাবে নিয়োগ করিবেন।

৫। অস্থায়ীভাবে নিয়োগে বাধা নিষেধ ।–জাতীয়করণকৃত কলেজের কোন শিক্ষক বা কর্মচারী এই বিধিমালার অধীন অস্থায়ীভাবে নিয়োগের জন্য যোগ্য হইবেন না, যদি-

  ৫.১। তিনি বাংলাদেশের নাগরিক অথবা স্থায়ী বাসিন্দা না হন;

  ৫.২। তিনি বাংলাদেশের নাগরিক নহেন, এমন কোন ব্যক্তিকে বিবাহ করিয়া থাকেন, অথবা বিবাহ করিবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হইয়া থাকেন;

  ৫.৩। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক এতদুদ্দেশ্যে গঠিত মেডিক্যাল বোর্ড অথবা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো মেডিক্যাল অফিসার সংশ্লিষ্ট পদের জন্য তাহাকে স্বাস্থ্যগতভাবে যোগ্য বলিয়া প্রত্যয়ন না করেন;

  ৫.৪। যথাযোগ্য কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক উক্ত ব্যক্তির পূর্ব কার্যকলাপ তদন্তের ফলে দেখা যায় যে, তিনি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগের অযোগ্য;

  ৫.৫। অস্থায়ী নিয়োগের তারিখে তাহার বয়স “Puclic Servents (Retirement) Act, 1974” এর Section-4 এ বর্ণিত অবসর গ্রহণের বয়সে উপনীত বা অতিক্রম করিয়া থাকেন।

  ৫.৬। প্রয়োজনীয় যোগ্যতা না থাকে।

 পরবর্তী কিস্তি পড়ুন আগামীকাল

অারও পড়ুন

নতুন বিধিতে জাতীয়কৃত কলেজে শিক্ষক নিয়োগ চায় বিসিএস শিক্ষা সমিতি


পাঠকের মন্তব্য দেখুন
পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন কলেজ পরিচালনা পর্ষদ থেকে ঘুষে অভিযুক্ত সাংবাদিককে বাদ দেওয়ার দাবি - dainik shiksha কলেজ পরিচালনা পর্ষদ থেকে ঘুষে অভিযুক্ত সাংবাদিককে বাদ দেওয়ার দাবি পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0025780200958252