পাঠ্যবই বিক্রির দায়ে ৮ শিক্ষকের বিরুদ্ধে মামলা

নড়াইল প্রতিনিধি |

বিনা মূল্যের সরকারী বই কালোবাজারে বিক্রির অভিযোগে শালনগর মডার্ন একাডেমি স্কুলের প্রধান শিক্ষক কাজী মহিউদ্দিনকে প্রধান আসামী করে ৮ জনের নামে মামলা হয়েছে। রবিবার রাতে লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। এর আগে শনিবার রাতে মাধ্যমিক স্কুল পর্যায়ের বিভিন্ন শ্রেণীর সরকারী বিপুল পরিমাণ বই কালোবাজারে বিক্রির সময় এলাকাবাসী আটক করে পুলিশের কাছে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে বইগুলো উদ্ধার করে।

জানা গেছে, লোহাগড়া উপজেলার শালনগর মডার্ন একাডেমি স্কুলের প্রধান শিক্ষক কাজী মহিউদ্দীন বিদ্যালয় থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর ২০১৭ ও ২০১৮ সালের ৪৬২ কেজি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করে উপজেলার লাহুড়িয়া বাজারের ভাঙ্গাড়ী ব্যবসায়ী ইকরামুল বিশ্বাস ও লাল চাঁদের কাছে বিক্রি করেন। এছাড়া স্কুলের পুরাতন ভাঙ্গা ৩০/৩৫টি টিন, কিছু লোহার রড ও ভাঙ্গা স্টিলের দরজা গোপনে বিক্রি করে। শনিবার রাতে ক্রেতারা এসব সামগ্রী বিদ্যালয় থেকে রাত নয়টার সময় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ম-লবাগ বাজার এলাকা থেকে আটক করে পুলিশকে খবর দেয়। বই ক্রেতা লাল চাঁদ জানান, শালনগর মডার্ন একাডেমীর মহিউদ্দীন স্যারের কাছ থেকে ৫০০ কেজি বই, খাতাপত্র ও রড-টিন কিনেছি। সন্ধ্যার সময় নৈশপ্রহরীর কাছে টাকা দিয়ে মালামাল ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ঘেরাও করে আটকে রাখে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক কাজী মহিউদ্দীন সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করে পুরাতন খাতা ও বই বিক্রি করা হয়েছে। সেখানে চলতি বছরের দু-একটা বই থাকতে পারে। তার মধ্যে ২০১৮ সালের বই কিভাবে গিয়েছে তা আমার জানা নেই।

ঘটনার সত্যতা স্বীকার করে লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মামলার বাদী শহীদুল ইসলাম বলেন, সরকারী নতুন বা পুরাতন কোন বই বিক্রি করবার বিধান নাই। তাই আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারী বই কালোবাজারে বিক্রির অভিযোগ এনে শালনগর মডার্ন একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মহিউদ্দীনসহ ৮ জনের নামে মামলা করা হয়েছে। মামলার অপর আসামীরা হলেনÑ সহকারী শিক্ষক গোপাল কুন্ডু ওরফে বাবু মাস্টার, দফতরী ইউনুস মোল্যা, নাইটগার্ড ফজলুল হক ওরফে খোকন বিশ্বাস, ইকরামুল বিশ্বাস, আলম বিশ্বাস, মহব্বত বিশ্বাস ও ক্রেতা লালচান বিশ্বাস।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0051820278167725