রাবিতে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি প্রতিনিধি |

ক্যাম্পাসের ভেতরে যৌন হয়রানির প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনাসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রজোটের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। আজ বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো- যৌন নিপীড়ন বিরোধী সেল চালু করে তার কার্যক্রম চূড়ান্ত মাত্রায় বৃদ্ধি ও ক্যাম্পাসে সন্ত্রাসী বহিরাগতদের প্রবেশাধিকার সংরক্ষিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, ক্যাম্পাসে মেয়েরা যৌন হয়রানির শিকার হচ্ছে। মেয়েদের গায়ের ওড়না ধরে টান দেয়, তাদের গায়ে হাত দেয়। পারলে তাদের ধরে নিয়ে গিয়ে ধর্ষণও করে। আর এসব ঘটনা ঘটায় বহিরাগতরা। তারা ক্যাম্পাসে এসে যা কিছু তাই করে যাচ্ছে। অথচ তাদের বাধা দেওয়ার কেউ নেই।

তারা আরও বলেন, আমাদের ক্যাম্পাসে যৌন হয়রানি নিপীড়ন নিরোধে যে একটি কমিটি আছে, অনতিবিলম্বে সেই কমিটিকে কার্যকর করতে হবে, কমিটিটি পূর্ণাঙ্গ করতে হবে। সেই সঙ্গে হল ও বিভাগের শিক্ষার্থীদের কমিটি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

যাতে শিক্ষার্থীরা সেখানে গিয়ে অভিযোগ করতে পারে।

ছাত্র ফেডারেশনের রাবি শাখার সাধারণ সম্পাদক তমাশ্রী দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিল্পবী ছাত্র মৈত্রী, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হন। তার শরীর থেকে ওড়না টেনে নিয়ে কিছুদূর গিয়ে ফেলে দেয় মোটরসাইকেলবাহী কয়েকজন দুর্বৃত্ত। এর আগের দিনও সোমবার রাত ৮টার দিকে মুন্নুজান হলের সামনে নানা অশ্লীল কথাবার্তা বলে এক ছাত্রীকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরও আগে ১৭ নভেম্বর সকালে তাপসী রাবেয়া হলের সামনে থেকে এক ছাত্রী ‘অপহরণ’র শিকার হয়। ৩০ ঘণ্টা পর ঢাকা থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0022339820861816