শ্রীমঙ্গল সরকারি কলেজে একাদশে ভর্তিতে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি |

সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এদিকে, অতিরিক্ত ফি আদায় করলেও কর্তৃপক্ষ নির্বিকার। ভর্তি ফি থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। তারা জানায়, ভর্তি ফি ২৫৮৭ টাকা। আমরা টাকা জমা দেয়ার সময় ভাংতি নেই বা বিভিন্ন অজুহাতে ৫-১০ টাকা বেশি রাখছেন। যদি কেউ মূল ভর্তি ফি দেন তাহলে আরো ৫ টাকা বেশি দেয়ার জন্য বলেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ফি দিয়ে ভর্তি হচ্ছে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

জানা যায়, এ বছর শ্রীমঙ্গল সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ১৫০ সিট, মানবিকে ৬০০ সিট এবং ব্যবসা শাখায় ৩০০ সিট মোট ১০৫০ সিট রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করছেন, এভাবে যদি প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ৫-১০ টাকা আদায় করা হয় তাহলে অনেক টাকা হবে।

ভর্তি করতে এসে এক অভিভাবক বলেন, ছোটবোনকে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি ফি জমা দেয়ার সময় ২৬০০ টাকা দিলে ৫ টাকা ফিরিয়ে দিলেন স্যার। ভর্তি করলাম ২৫৯৫ টাকা দিয়ে। অথচ ভর্তি ফি ২৫৮৭ টাকা। ব্যবসায় শিক্ষায় ভর্তি হতে আসা তামান্না আক্তার সোমা জানান, আমি ভর্তি ফি অনুযায়ী ২৫৮৭ টাকা দিয়েছি। কিন্তু স্যার আমাকে বললেন আরো ৫ টাকা লাগবে। পরে আমি ৫ টাকা বেশি দিই। ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেয়া আছে মানবিক ও ব্যবসা শাখায় হিন্দু ছাত্রছাত্রীদের জন্য ২৫৩৭ টাকা এবং মুসলিম ছাত্রছাত্রীর জন্য ২৫৮৭ টাকা ভর্তি ফি। কিন্তু শ্রীমঙ্গল সরকারি  কলেজে তা মানা হচ্ছে না। ভাংতি নেই বা অন্য অজুহাতে ৫-১০ টাকা বেশি নেয়া হচ্ছে।

গত বুধবার শ্রীমঙ্গল সরকারি কলেজে গিয়ে এমনি এক পরিস্থিতি দেখা যায়। বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কান্তি বড়ুয়া জানান, ভর্তির সকল নিয়ম ও ভর্তি ফি সম্পর্কে কলেজে নির্দেশিকা দেয়া আছে। ওয়েবসাইটেও দেয়া আছে। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি তিনি এড়িয়ে যান।


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0028879642486572