সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে চলছে চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী চাকরি মেলা। বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও চাকরির ওয়েব পোর্টাল চাকরি ডটকম যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

আজ শনিবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসে এ মেলা শুরু হয়। সকালে মেলার উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

উদ্বোধনী বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এখনকার তরুণেরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করতে পারছেন। আমাদের সময় এ ব্যবস্থা ছিল না। এ ধরনের মেলার মাধ্যমে তরুণেরা খুব সহজে চাকরির আবেদন করে চাকরি পেতে পারেন। এটি একটি ভালো উদ্যোগ।’

সভাপতির বক্তব্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এন এম মেশকাত উদ্দীন বলেন, ‘আমরা নিয়মিত এই মেলার আয়োজন করব। আমরা মনে করি, এ ধরনের মেলা কেবল চাকরি পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে না, সেই সঙ্গে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি যোগসূত্র স্থাপন করবে, যা পরবর্তী সময়ে চাকরিপ্রত্যাশীদের জন্য উপকারে আসবে।’ এ ছাড়া এ মেলায় বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই উপকৃত হবেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফ মাহমুদ বলেন, ‘আমি বিবিএ শেষে করে এমবিএ পড়ছি। একটা চাকরি খুঁজছি। এই মেলায় এসে বিভিন্ন প্রতিষ্ঠানে আমার জীবনবৃত্তান্ত দিয়েছি। আশা করি, আমার চাকরি হবে।’ এ ধরনের মেলা বেশি বেশি হওয়া উচিত বলে মনে করেন তিনি।

মেলায় কয়েকটি সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ বেলা সাড়ে তিনটায় সেমিনারে প্রধান অতিথি থাকবেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মানব সম্পদ বিভাগের প্রধান মোশাররফ হোসেন। আগামীকাল সকাল ১১টায় আরেকটি সেমিনারে প্রধান অতিথি থাকবেন প্লাস ওয়ান সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মিস রুবাবা দৌলা এবং বিশেষ অতিথি থাকবেন গ্রামীণফোন লিমিটেডের মানব সম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা কাজী মোহাম্মাদ শাহেদ। মূল প্রবন্ধ পড়বেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তবারক হোসেন ভূঁইয়া।


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0061278343200684