দ্বিমুখী কথা বোকারা বলে। যেদেশে জিপিএ মাধ্যমে এইচ এস সি তে ভর্তি হয় সেই দেশে জিপিএ এর পেছনেই ছুটতে হবে।তা না হলে ১ম স্তরের কলেজে অাবেদনই করতে পারে না।সর্বোপরি সকল কলেজে একই দিনে একই প্রশ্নে ভর্তি পরিক্ষা নিয়ে সেই নিয়ে সেই নম্বরের আলোকে ভর্তি বা মাইগ্রেশন করলেই কেই জিপিএ এর পেছনে ছুটবে না। -রফিক (এম.এড,)
Abdul mosabbir, ১৪ মে, ২০১৮
রেজাল্ট ভালো না হলে অর্থাৎ ৫.০০ না পেলে সেতো ভাল কলেজে ভর্তিই হতে পারবেনা তার জ্ঞান যতই বেশী হোক।
তাই আগে ৫.০০ জরুরী, তারপর অন্য চিন্তা।