ননএমপিও প্রতিষ্ঠানে কেউ পাস করতে না পারলে দায় সরকারের । কারন শিক্ষকরা বেতন ছাড়া চাকরি করবে , ফাজলামি করেন নাকি । ১-২ বছর হলে কথা ছিল , ১০+ বছর ।
আগে তাদের এমপিও ভুক্ত করেন , তারপর যদি তারা না পাস করতে পারে , তাহলে এমপিও বাতিল সহ যা ইচ্ছা তাই করেন , কেউ কিছু বলবে না ।
বেতন না দেয়ার আগে কোন আইন প্রয়োগ নয় ।