অনুমতি ছাড়া শিক্ষক-কর্মকর্তাদের ব্যবসা নয়

দৈনিকশিক্ষা ডেস্ক |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নামে-বেনামে বিভিন্ন ব্যবসা করছেন। কেউ কেউ একাধিক প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করছেন। এ ক্ষেত্রে তাঁরা বিশ্ববিদ্যালয়ের পদবি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাড়তি সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।  এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করেছে। ওই নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবসা করতে পারবেন না শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই নোটিশ নিয়ে আপত্তি জানিয়েছেন কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা। তাঁরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগেই তাঁরা ব্যবসা করছেন। কেউ উত্তরাধিকার সূত্রে পারিবারিক ব্যবসা বা ঠিকাদারি করছেন।

৪ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আবু তাহের স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগতভাবে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা বা কোনো ধরনের লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবেন না। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ এসব কাজে জড়িত থাকলে তা চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন হবে। চাকরি বিধিমালার যথাযথ প্রয়োগ, অনুসরণ ও প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়। 

প্রশাসনিক সূত্র জানায়, কিছু শিক্ষক, কর্মকর্তা লালমাই পাহাড়ে জমি ব্যবসা, ঠিকাদারি, হাসপাতাল ও হোটেল ব্যবসা, পরিবহন ব্যবসাসহ নানা ধরনের লাভজনক কাজে জড়িয়ে পড়েছেন। অনেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেছেন। এ ক্ষেত্রে তাঁরা বিশ্ববিদ্যালয়ের পদবি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাড়তি সুবিধা নিচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে। তাই প্রশাসন এ নোটিশ দিয়েছে।

একজন শিক্ষক বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ২০০৬ সালে। তার আগেই থেকে তিনি ব্যবসা করছেন। বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর লালমাই পাহাড়ে জমি কিনেছেন তিনি। এটা তো অন্যায় নয়। এখানে অনুমতির কী আছে? ছাত্রনেতারাও নামে-বেনামে জায়গা কিনেছেন। তাঁদের তো প্রশ্রয় দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষকদের বেলায় কী সমস্যা?

উপাচার্য এমরান কবির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা হোটেল ব্যবসা করবেন কেন? জমির ব্যবসা করবেন কেন? সবাইকে চাকরিবিধি মোতাবেক কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় আইন মোতাবেক চলতে হবে।


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0033650398254395