আইন ভেঙে ভার্সিটির ট্রেজারার পত্রিকার সম্পাদক!

দৈনিকশিক্ষা ডেস্ক |

ইউজিসির নিয়ম অনুযায়ী সাবেক আমলা বনমালী ভৌমিকে ট্রেজারার হিসেবে লিডিং ইউনিভার্সিটিতে নিয়োগ দিলেও তিনি নিয়ম ভেঙে একটি পত্রিকার সম্পাদক হয়েছেন। শিল্পপতি রাগীব আলীর মালিকানাধীন স্থানীয় পত্রিকা সিলেটের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। পত্রিকাটির সম্পাদক প্রকাশক রাগীব আলী সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে ট্রেজারের পাশাপাশি বাড়তি এ দায়িত্ব দেয়া হয়। পত্রিকাটির প্রিন্টার্স লাইনেও তার নাম ছাপা হয়। আগামীকাল ২০ মার্চ অনুষ্ঠেয় ৩য় সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, বনমালী ভৌমিক আইসিটি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, যখন বনমালী ভৌমিককে পত্রিকার দায়িত্ব দেয়া হয়, তখন নিশ্চয়ই বৈধতা দেখে-বুঝে দেয়া হয়েছে। এখন যেহেতু প্রশ্ন উঠেছে বিষয়টি আবার খতিয়ে দেখতে হবে।

লিডিং ইউনিভার্সিটি সূত্র জানায়, পত্রিকাটি রক্ষায় বনমালী ভৌমিককে কিছুদিনের জন্য দায়িত্ব নেয়ার অনুরোধ করে জোরপূর্বক ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। এ কারণে নিজেও বিব্রত বনমালী ভৌমিক। কিন্তু দায়িত্ব গ্রহণের বেশ কয়েক মাস চলে গেলেও এখন আর দায়িত্ব ছাড়ার সুযোগ দেয়া হচ্ছে না বনমালীকে। এদিকে সম্প্রতি এই লিডিং ইউনিভার্সিটিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ইউজিসি জঙ্গিবাদের বিষয়ে সতর্ক করে একটি চিঠিও দিয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শাহ আলম। তিনি জানান, ইউজিসির নির্দেশনা অনুযায়ী মনিটরিং কমিটি, কাউন্সিলিং, সেমিনারসহ সবকিছু করছি। ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের রেজিস্ট্রেশন জয়েন স্টকে আছে কিনা জানতে চাইলে তিনি এড়িয়ে যান। বলেন, ভিসির সঙ্গে কথা বলতে। ভিসি প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, জয়েন স্টকের রেজিস্ট্রেশনের জন্য আবেদন জমা দেয়া হয়েছিল বেশ আগে। হয়েছে কিনা বলতে পারছি না।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ও নর্থইস্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আতিকুর হাই শিবলী বলেন, নীতিমালায় উল্লেখ আছে বেসরকারি ইউনিভার্সিটির ট্রেজারার ফুল টাইম জব। এর মানে তিনি আর অন্য কোনো জব করতে পারবেন না। কেউ যদি করেন আর ইউজিসি কর্তৃপক্ষ প্রমাণ পায় তাহলে ট্রেজারারশিপ বাতিল হয়ে যাবে।


পাঠকের মন্তব্য দেখুন
নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0025680065155029