আন্দোলনের মধ্যেই জাবিতে আজ ভর্তি পরীক্ষা শুরু

জাবি প্রতিনিধি |

উপাচার্যবিরোধী আন্দোলনের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ রোববার থেকে শুরু হচ্ছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হয়ে চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। এ বছর এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করছে তিন লাখ ৫৯ হাজার ৯৬২ শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তীচ্ছুদের পদচারণে মুখরিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভর্তীচ্ছুরা দেশের বিভিন্ন জেলা থেকে এসে ভিড় জমিয়েছে ক্যাম্পাসের হলগুলোতে। আর ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত তৈরি করা হয়েছে বিভিন্ন জেলা সমিতি, ছাত্রসংগঠন ও বিভাগের স্টল। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ju-admission.org) থেকে জানা যাবে।

এদিকে ভর্তি পরীক্ষা চলাকালীন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে সব পরীক্ষাকেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত উপাচার্য পদত্যাগ করবেন না, ততক্ষণ পর্যন্ত উপাচার্যকে সর্বাত্মক প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা ও তাঁর পদত্যাগের দাবি অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। ভর্তি পরীক্ষার হল পরিদর্শনে উপাচার্যকে কেউ বাধা দিতে পারেন না।

আন্দোলনকারীরা বলছেন, ভর্তি পরীক্ষার প্রতিটি কেন্দ্রের সামনে তাঁরা অবস্থান করবেন। এ সময় উপাচার্য পরীক্ষার হলে প্রবেশ করতে এলে তাঁকে বাধা দেয়া হবে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে স্লোগান দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব আবু হাসান বলেন, ‘আগামীকাল (আজ) থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১ অক্টোবর পর্যন্ত। আশা করছি, কোনো ধরনের সমস্যা ছাড়াই সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0025229454040527