ইংরেজি ও আরবী পরীক্ষায় ভালুকাতে অনুপস্থিত ৩৭ জন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি |

ময়মনসিংহের ভালুকায় আজ বৃহস্পতিবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ছিল মোট ৩৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে এসএসসিতে ২৫ জন, দাখিলে ৬ জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ৬ জন।

জানা যায়, ভালুকায় মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার, ৪শ ২৪ জন। তাদের মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার্থী ৪ হাজার ২শ ২৫ জন। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল (স্কুল ও মাদরাসা) ইংরেজি-২ পরীক্ষার্থী ৩শ ৪০জন। অপরদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবী প্রথম পত্রের পরীক্ষার্থী ৮শ ৫৯ জন। ভালুকায় ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তারমধ্যে এসএসসি ৫টি ও দাখিল ২টি কেন্দ্র। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি কেন্দ্রগুলোর মধ্যে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী (ভোকেশনাল সহ) ১ হাজার ৫শ ৯৮জন। তাদের মধ্যে অনুপস্থিত (ভোকেশনালসহ) ১৪ জন। এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান (ভোকেশনালসহ) ২৪টি।

বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৪৮ জন। অনুপস্থিত ছিল ৮ জন। এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান ৮টি। সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ ৫৮ জন। অনুপস্থিত ৫ জন। এ কেন্দ্রের মোট প্রতিষ্ঠান ১৩টি। হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯শ ২৭জন। অনুপস্থিত ৩ জন। এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান ৬টি এবং উথুরা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪শ ৩৪ জন। অনুপস্থিত ১ জন। এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান ৮টি।

সংশ্লিষ্টরা জানান, উথুরা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইংরেজি বিষয়ের জন্য কোনো অনিয়মিত পরীক্ষার্থী নেই। এছাড়া অন্য সকল কেন্দ্রেই এক বিষয়ের জন্য বাড়তি পরীক্ষার্থী রয়েছে।

এদিকে বাংলাদেশ মাদরাসা বোর্ডের অধিনে ভালুকা ফাজিল মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ ৮০ জন। অনুপস্থিত ১ জন। এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান ২৫টি এবং কাচিনা কেইউ ফাজিল মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪শ ৭৯ জন। অনুপস্থিত ৫ জন। এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান ১৬টি।

অপরদিকে বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য স্কুল ও মাদরাসা সমন্বয়ে ১টি কেন্দ্র ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়। এসএসসি ভোকেশনাল মোট পরীক্ষার্থী ৩শ ৪০ জন। অনুপস্থিত ৬ জন। কারিগরি বোর্ডের অধীনে এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান ৭টি।

ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দাফতরিক কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্রগুলোতে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে পুলিশ সদস্যরা। পরীক্ষা কেন্দ্রের গেটগুলোতে অভিভাবকদের উপচে পড়া ভীড়ে বিড়ম্বনার শিকার হতে হয় পরীক্ষার্থীদের।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0032899379730225