এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন সিলেটি এমপি সেলিম(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |

প্রশ্নপত্র ফাঁস, আমিও চোর, মন্ত্রীরাও চোর এবং ব্যক্তিগত সহকারির দুর্নীতির দায়ে আবারও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগের দাবি উঠল সংসদে।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিন এই দাবি জানান।

সেলিম উদ্দিন বলেন, শিক্ষার মান নিয়ে জাতি উদ্বিগ্ন। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই মানুষ। প্রতিনিয়ত প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে । সহনীয় মাত্রায় ঘুষ, এটা কোন ধরনের কথা।

জাতীয় পার্টির এ সংসদ সদস্য আরও বলেন, মন্ত্রীর ব্যক্তিগত সহকারি দুর্নীতিগ্রস্থ। উনি (শিক্ষামন্ত্রী) বলেন, আমিও চোর মন্ত্রীরাও চোর । এটা কিসের আভাস,কিসের লক্ষণ? এটা আমরা জানতে চাই, দেশবাসি জানতে চাই। আমাদের নৈতিকতা দাড়িয়েছে কোথায়? সরকারের নৈতিকতার জবাবে দিতে নেই। এ ধরনের বক্তব্যের পর যে কোনো ব্যক্তির পদত্যাগ করা উচিত।

সেলিম উদ্দিন বলেন, কোনো ব্যক্তি অসুস্থ হলে হাসপাতালে পাঠানো উচিত। আর ক্যান্সারে আক্রান্ত হলে তার সার্জারি করা উচিত। আমি মনে করি এটার বিহিত ব্যবস্থা নেয়া উচিত।

এর আগে সোমবার (৫ই ফেব্রুয়ারি) প্রশ্নপত্র ফাঁসসহ মন্ত্রণালয়ের অনিয়ম বন্ধের পরিবর্তে উৎসাহিত করার দায়ে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অপসারণ দাবি করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর উচিত ছিল নিজের ব্যর্থতার কথা স্বীকার করে পদত্যাগ করা। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ তাকে সরিয়ে নতুন মন্ত্রী নিয়োগ দিন। মন্ত্রী যেখানে ঘুষ খেতে উৎসাহিত করছেন, তাহলে কীভাবে প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ করবেন, এটা আমার বোধোদয় হয় না। তাই অবিলম্বে শিক্ষামন্ত্রী তার ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম স্বীকার করে নিয়ে পদত্যাগ করুন। আর তিনি তা না করলে তাকে বরখাস্ত করে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নতুন মন্ত্রী নিয়োগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


পাঠকের মন্তব্য দেখুন
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার - dainik shiksha ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার - dainik shiksha ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার অবন্তিকার আত্মহত্যা: সাতদিনের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস জবি উপাচার্যের - dainik shiksha অবন্তিকার আত্মহত্যা: সাতদিনের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস জবি উপাচার্যের হয়রানির প্রতিকার চেয়েও ফল পাননি অবন্তিকা, অভিযোগ মায়ের - dainik shiksha হয়রানির প্রতিকার চেয়েও ফল পাননি অবন্তিকা, অভিযোগ মায়ের নতুন শিক্ষাক্রম: শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে মিলছে না মূল্যায়ন - dainik shiksha নতুন শিক্ষাক্রম: শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে মিলছে না মূল্যায়ন মূল্যায়ন বুঝলেও নৈপুণ্য অ্যাপে চ্যালেঞ্জের মুখে শিক্ষকরা - dainik shiksha মূল্যায়ন বুঝলেও নৈপুণ্য অ্যাপে চ্যালেঞ্জের মুখে শিক্ষকরা ‘পড়তে ও লিখতে’ শেখা প্রকল্প কেনো - dainik shiksha ‘পড়তে ও লিখতে’ শেখা প্রকল্প কেনো please click here to view dainikshiksha website Execution time: 0.0027661323547363