এমপিও, ননএমপিও বলে কিছু থাকবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি |

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিক্ষার একত্রীকরণ দরকার।  শিক্ষাকে আলাদা করে ভাগ করা যাবে না। শিক্ষার মান রক্ষায় জনবান্ধব শিক্ষাকে পুরোপুরিভাবে গ্রহণ করতে হবে। এমপিও, নন এমপিও বলে কোনো সেক্টর এদেশের শিক্ষা ব্যবস্থায় থাকবে না। সরকার সকল সেক্টরকেই গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করছে। শুধুমাত্র সময় আর সুযোগের অপেক্ষা।

শনিবার (৬ অক্টোবর) বিকেল ৩ টায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ এফআইভিডিবি'র সম্মেলন কক্ষে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারিগণের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রতিমন্ত্রী এম এ মান্নান। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ্। উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক ও কর্মচারিরা সম্মিলিতভাবে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার থাকলে শিক্ষা ও শিক্ষকদের জীবনমান উন্নত হবে। এই সরকার বাংলাদেশের ইতিহাসে যে কোনো সরকারের তুলনায় সবচেয়ে সফল শিক্ষা বান্ধব সরকার। এই সরকার গত দশ বছরে রেকর্ড পরিমান বাজেট শিক্ষাখাতের জন্য বরাদ্দ দিয়েছে। বছরের প্রথম দিন দেশের প্রতিটি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। দেশকে নিরক্ষরতা মুক্ত করতে সরকার ইতোমধ্যে অনেক পরিকল্পনা করেছে। যা শুধুমাত্র বাস্তবায়নের অপেক্ষা।  পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন তাঁর বক্তব্যে ভবন সংকটের কারণে শিক্ষার্থী বসে ক্লাস করতে পারেনা জানালে প্রতিমন্ত্রী ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। 
 
স্থানীয় শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর কথা উল্লেখ করে মান্নান বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি আমার এলাকায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করতে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার আলাদা দূর্বলতা কাজ করে। আমি চেষ্টা করে যাচ্ছি।' তিনি বলেন, 'উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে আমি নতুন বিল্ডিং দেবো। শেখ হাসিনা শিক্ষাবান্ধব নেত্রী। তিনি চান দেশ শিক্ষায় এগিয়ে যাক। তাই আবার শেখ হাসিনাকে, আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। সুযোগ দিতে হবে দেশকে শিক্ষিত করে তুলার।'

উপজেলা শিক্ষক-কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক-কর্মচারি সমিতির সভাপতি ও সরকারি জয়কলস উজানীগাঁও রশিদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র বর্মন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, আক্তাপাড়া আলীম মাদরাসার অধ্যক্ষ ও দক্ষিণ সুনামগঞ্জ মাদরাসার শিক্ষক-কর্মচারি সমিতির সভাপতি মো. ময়নুল হক, দামোদরতপী-মাহমদপুর দাখিল মাদরাসার সুপার ও দক্ষিণ সুনামগঞ্জ মাদরাসা শিক্ষক-কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উমেদনগর হজরত শাহজালাল (র.) দাখিল মাদরাসার সুপার মাওলানা মোস্তাক আহমদ, ইশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম, আবদুল মজিদ কলেজের প্রভাষক নূর হোসেন, আবদুল গফুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কনর মিয়া, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজিবুর রহমান।

এসময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামসহ উপজেলার ২৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষক ও কর্মচারিরা উপস্থিত ছিলেন


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0035569667816162