এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা আজ

নিজস্ব প্রতিবেদক |

এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হবে।  মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। 

সভায়  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব, বেসরকারি কলেজ শাখার উপসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক, কলেজ ও প্রশাসন শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক ও কলেজ শাখার উপপরিচালকসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষাকে জানিয়েছে, সভায় বরিশাল জেলার কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তদন্ত কর্মকর্তার ভুয়া তথ্য সম্বলিত তদন্ত প্রতিবেদন, মামলার আদেশ অনুযায়ী ঝালকাঠির নলছিটি উপজেলার বি কে সি এস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষক-কর্মচারীকে এমপিও প্রদান, বরগুনার আমতলি উপজেলার এম ইউ বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মো. শাহ কবিরের এমপিও স্থগিতকরণ বিষয়ে আলোচনা করা হবে।   

এছাড়া গাজীপুর কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ অব্যাহতি ও তার স্থগিতকৃত এমপিও ছাড়, জায়পুরহাট সদর উপজেলার পাঠানপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুসের এমপিও স্থগিত আদেশ প্রত্যাহার, সাতক্ষীরা তালা উপজেলার এ জে ডিপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ সরকারের এমপিও স্থগিতকরণ, বগুড়ার ধুনট মহিলা কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক মো. শাহজাহান আলীকে পুন:এমপিওভুক্তি, রাজশাহীর পবা উপজেলার দারুশা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নানের এমপিও কর্তন এবং ঢাকার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগমের স্থগিতকৃত এমপিও ছাড়করণ নিয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

অপরদিকে হাইকোর্টের রায় কার্যকর না করায় কক্সবাজারের চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এস এম মনজুরের বেতন ভাত বন্ধে ব্যবস্থা গ্রহণ, শেরপুরের ঝিনাইগতি উপজেরার ঘাগড়া দক্ষিণপাড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলফিকার আলী এবং সহকারী শিক্ষক ফাতেমা খাতুনের এমপিও সাময়িকভাবে বন্ধ করে তাদের অবৈধভাবে উত্তোলিত বেতন ভাতার টাকা সরকারি কোষাগারে ফেরত, বরিশালের শায়েস্তাবাদ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম ও এমপিও কোড সংশোধন, গাইবান্ধার সুন্দরগঞ্জ অঅ. মজিদ মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম মন্ডলকে পুন:এমপিওভুক্তকরণ, এমপিও কপিতে চাঁদপুরের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের স্থলে নিশ্চিন্তপুর কলেজ নামকরণ, দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার চড়াইহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয় সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে স্থগিত বেতন ভাতা ছাড়করণ নিয়েও সভায় আলোচনা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের সূত্র।        
    
এছাড়া বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিত, কর্তন, বাতিল ও ছাড়ের ব্যাপারেও আলোচনা করা হবে।  এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি, পুন:এমপিওভুক্তি, বকেয়া ভাতা প্রেরণসহ বকেয়া বেতন ভাতাদি প্রদানসহ মন্ত্রণালয়ে ও অধিদপ্তরে আসা বিভিন্ন আবেদনের নিষ্পত্তি করা হবে এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায়।


পাঠকের মন্তব্য দেখুন
এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0033218860626221