কম্পিউটার বিষয়ে নিবন্ধনধারীদের নিয়োগ সুবিধা নেই কেন?

মো. মাজাহারুল আলম |

দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকার পর কিছুদিন পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইনে খালি পদের চাহিদা নেওয়া হয়। কিন্তু দেখা যায়, যেসব শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার শিক্ষকের চাহিদা দিয়েছে সেসব প্রতিষ্ঠানের কম্পিউটার বিষয়ের পদটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বাদ দিয়েছে। তাদের যুক্তি হলো, কম্পিউটার বিষয়ের অনুমোদন ছাড়া চাহিদা দেয়া যাবে না।

 ২০১৩ খ্রিস্টাব্দ থেকে কম্পিউটার নামের বিষয় সিলেবাস থেকে বাদ দিয়ে নতুন নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়। তাহলে তো কম্পিউটার বিষয়ের  অনুমোদনের প্রয়োজন পড়ে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি সকল স্তরে বাধ্যতামুলক করা হয়েছে। তাই যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষক নিয়োগ দেয়া ছিল, সেই শিক্ষকই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পাঠদান করছেন এবং মন্ত্রণালয়ের নির্দেশও তাই।

এ পর্যন্ত যত নিবন্ধন পরীক্ষা হয়েছে, সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কোন পরীক্ষা হয়নি হয়েছে কম্পিউটার বিষয়ের ওপর। যদি শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া বাধ্যতামূলক বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া না যায়, তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পড়াবেন কোন শিক্ষক এবং কম্পিউটার বিষয়ে নিবন্ধনধারীরা কী করবেন? 

আমার জেলা বরগুনা এবং উপজেলা পাথরঘাটা এখানে অনেক কম্পিউটার বিষয়ে নিবন্ধনধারী রয়েছেন, যারা মেধা তালিকায় ভাল অবস্থানে রয়েছেন-- কিন্তু এই উপজেলায় প্রায় ১০টি প্রতিষ্ঠান কম্পিউটার শিক্ষকের চাহিদা দিয়েছিল সকল প্রতিষ্ঠানের পদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বাদ দেয়া হয়েছে। অবস্থা যদি এই হয় তাহলে কম্পিউটার বিষয়ের নিবন্ধনধারী নিয়োগ পাবার কোন সুযোগ নেই এবং কম্পিউটার বিষয়ের নিবন্ধন পরীক্ষা নেয়ার প্রয়োজন কী? এর পূর্বে  প্রথমবার যখন অন লাইনে  কম্পিউটার বিষয়ে নিবন্ধনধারীরা আবেদন করে তখন বলা হয়, মামলার কারণে নিয়োগ দেয়া যাচ্ছে না। এর পর যখন মামলার নিষ্পত্তি হয় তখন তাদের আর নিয়োগ দেয়া হয়নি। আর বর্তমানে তো তারা আর আবেদন করার সুযোগই পাচ্ছেন না। তাহলে তারা কী করবেন?

 

এমনিতেই নিবন্ধনধারীরা নানা সমসায় আছেন। অনেকের হয়তো বয়স ৩৫ অতিক্রম হওয়ার পথে। এবারও যদি তারা নিয়োগ না পান, তাহলে তাদের আর কোন পথ থাকবে না।  বর্তমান সরকারের সবচেয়ে বড় সফলতা হলো ডিজিটাল বাংলাদেশ গড়া।সে ক্ষেত্রে যদি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শিক্ষকের অভাবে পিছিয়ে পড়ে এবং বেকার লোকের বোঝা জাতিকে বহন করতে হয়, তাহলে  সফলতা শতভাগ নিশ্চিত হবে কী করে?  তাই সকলের কাছে অনুরোধ, যে সকল উপজেলায় কম্পিউটার শিক্ষকের চাহিদা বাদ দেয়া হয়েছে, তাদের জন্য আবার  কম্পিউটার শিক্ষকের পদ সৃষ্টিসহ উক্ত বিষয়টি সমাধান করা হোক।

 

পাথরঘাটা, বরগুনা।

[মতামতের জন্য সম্পাদক দায়ী নন]


পাঠকের মন্তব্য দেখুন
অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.00537109375