কলেজ মাঠে কচুরিপানা, খেলাধুলা বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি |

কুষ্টিয়া সরকারি কলেজের ঐতিহ্যবাহী খেলার মাঠটি জলাভূমিতে পরিণত হয়েছে। সংস্কারের অভাবে এ মাঠটি জলমগ্ন ও কচুরিপানায় ভরে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৪৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত কুষ্টিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতকসহ (পাশ) অনার্স ও মাস্টার্স কোর্সে প্রায় ২৬ হাজার ছাত্রছাত্রী পড়ালেখা করছে। কলেজের বিজ্ঞান ভবনের পূর্ব দিকে বড়ো পরিসরে রয়েছে খেলার মাঠটি।

এ মাঠেই খেলা অনুশীলনের মাধ্যমে জাতীয় ক্রিকেটার-ফুটবলারসহ জেলার খ্যাতিমান অনেক খেলোয়াড় তৈরি হয়েছেন। এদের মধ্যে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনসহ ক্রিকেটার বিজয়, মিঠুন এবং ফুটবল দলে সাবেক এমপি সোহরাব উদ্দিন, মুসা, কুটু, বাবলু প্রমুখ উল্লেখযোগ্য।

এক সময় মাঠটিতে ছিল প্রাণের কলরব। কিন্তু দীর্ঘদিন সংস্কার ও পানি নিষ্কাশন না করায় মাঠটি কলেজ সংলগ্ন সড়ক পথ থেকে প্রায় চার-পাঁচ ফুট নিচু এবং জলাভূমিতে পরিণত হয়েছে। বর্ষাকালে মাঠে জমে থাকে কোমর পানি। ফলে জলামগ্ন পুরো মাঠটি ময়লা-আবর্জনার স্তূপ ও কচুরিপানায় ভরে গেছে।

কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সেলিম রেজা জানান, নিয়মিত খেলাধুলার চর্চা থাকলে শরীর-মন সুস্থ এবং সতেজ থাকে। কলেজের অভ্যন্তরীণ ফান্ড থেকেও মাঠটি সহজেই সংস্কার সম্ভব। তাই দ্রুত মাঠ খেলার উপযোগী করার জোর দাবি জানান তিনি।

কলেজের প্রাক্তন ছাত্র ও ক্রীড়া সংগঠক ইকবাল মাহমুদ জানান, খেলাধুলার জগতে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। কিন্তু মাঠের জীর্ণদশায় খেলাধুলা ও অনুশীলন বন্ধ থাকায় তা ম্লান হয়ে যাচ্ছে।

কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আনসার হোসেন জানান, কলেজের মাঠ সংস্কার ও উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে মাঠের উন্নয়ন ও খেলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.003216028213501