কলেজছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি |

পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী আহমেদ মিশকাত মিশুর (২৪) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে কলেজের সহপাঠী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ নভেম্বর) পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরআগে, শিক্ষার্থীরা এডওয়ার্ড কলেজের প্রশাসনকি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। 

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, মিশকাত শুধু আমাদের ভালো বন্ধু না সে ভালো মানুষও ছিলো। সামাজিক যেকোন কাজে সে সবার আগে ঝাঁপিয়ে পড়তো। বিশেষ করে রক্তদান কর্মসূচিতে মিশকাত সবসময় এগিয়ে আসতো। মিশকাতকে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যেন কোনো মিশকাতকে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে না হয়। 

কান্নাজড়িত কণ্ঠে নিহত মিশকাত মিশুর বাবা গোলাম মোস্তফা বলেন, সন্তান হারানো কষ্ট নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। এমন কি অপরাধ করেছিলো আমার সন্তান। সন্ত্রসীরা এখনো গ্রেফতার হয়নি। আমি হত্যাকারীদের ফাঁসির দাবি করছি। আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। মানবন্ধনে নিহত মিশুর সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সদস্যরা অংশ নেয়। 

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৯টার দিকে পাবনা শহরের রাধানগর এলাকায় প্রাইভেট পড়াতে যান মিশকাত মিশু। এ সময় তাকে মোবাইলে ফোন করে এডওয়ার্ড কলেজের ভেতরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মিশকাতকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিশু পাবনা পৌর এলাকার শিবরামপুর মহল্লার বাসিন্দা ও পাবনা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ইতোমধ্যে এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। 


পাঠকের মন্তব্য দেখুন
দেরিতে এসে স্বপ্নভঙ্গ গুচ্ছে ভর্তিচ্ছু অনেকের - dainik shiksha দেরিতে এসে স্বপ্নভঙ্গ গুচ্ছে ভর্তিচ্ছু অনেকের নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন - dainik shiksha নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জগদীশ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর - dainik shiksha জগদীশ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার - dainik shiksha প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ নিজের শিক্ষককে নিয়ে শ্রেণিকক্ষে ঢাবি শিক্ষক, প্রশংসায় ভাসছে ফেসবুক - dainik shiksha নিজের শিক্ষককে নিয়ে শ্রেণিকক্ষে ঢাবি শিক্ষক, প্রশংসায় ভাসছে ফেসবুক please click here to view dainikshiksha website Execution time: 0.0066061019897461