কারিগরি প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী বিনেরপোতার সাড়ে ৩ হাজার তরুণ

সাতক্ষীরা প্রতিনিধি |

সাতক্ষীরা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০১৭ খ্রিস্টাব্দের মে থেকে আগষ্ট ২০১৮ পর্যন্ত সাড়ে ৩ হাজার প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষণ নিয়ে বিদেশে কাজ করছেন। সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ২৯ কোটি টাকা ব্যয়ে দুই একর জমিতে নির্মিত হয়েছে সরকারি কারিগরি প্রশিক্ষন ভবন। ২০১৭ খ্রিস্টাব্দে এ ভবন নির্মিত হয়।

সাতক্ষীরার এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা বিদেশে চাকরির সুযোগ পাচ্ছেন। গৃহকর্মী পেশায় বিদেশগামী নারী কর্মীদের জন্য ৩০ দিনের হাউজ কিপিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে এখান থেকে। ২ মাস মেয়াদী ইংরেজী ভাষা শিক্ষা কোর্স, সম্পূর্ণ বিনাখরচে ৪ মাস ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষন দেয়া হয় এখানে।

জানা যায়, অর্থ মন্ত্রনালয়ের অর্থবিভাগের অধীনে Skills for emploment investment program (Seip)  এর অর্থায়নে পরিচালিত বেকার যুবক ও যুব মহিলাদের কর্মস্থান তৈরীর লক্ষ্যে এখানে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের দৈনিক ১০০ টাকা হারে ভাতা দেয়া হচ্ছে। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক  কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এ প্রশিক্ষন কমপ্লেক্সে ১১ টি বিভাগে ৫২০ জন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। এখানে রয়েছে আবাসিক সুবিধাসহ ১৪৪ আসন সম্বলিত চারতলা বিশিষ্ট ডরমেটরি ভবন। নিজ জেলায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে জেলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা।


 
টিটিসির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, টিটিসিতে রয়েছে আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড, কম্পিউটার অপারেশন, অটোমেকানিক্স, গ্রাফিক্স উইথ ড্রাইভিং, ইলেকট্রিক্যাল,  ইলেকট্রনিক্স, গার্মেন্টস ম্যানুফেকচারিং ট্রেড সমূহ। এছাড়াও রয়েছে ৩৫ টি অত্যাধুনিক কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর সমৃদ্ধ শীতাতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব, ৩১ টি অত্যাধুনিক কম্পিউটার, মাল্টিমিডিয়া  প্রজেক্টর সমৃদ্ধ অটোক্যাড ল্যাব। ৬৫ টি বিভিন্ন ক্যাটাগরি অত্যাধুনিক ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন সমৃদ্ধ গার্মেন্টস ওয়ার্কাশপ। প্রাইভেটকার ও মটর সাইকেলের ড্রাইভিংসহ হাতে কলমে গাড়ির ইঞ্জিনের কাজ শেখার সুযোগ। নিযমিত কোর্সে অংশ গ্রহণকারী প্রশিক্ষনার্থীরা প্রতিমাসে ৯০ শতাংশ হতে ১০০ শতাংশ হাজিরার ভিত্তিতে ৪০০ টাকা হারে উপবৃত্তি পাচ্ছেন। কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার সনদে স্কুল, কলেজ, মাদরাসায় কম্পিউটার ও আইসিটি শিক্ষক পদে রয়েছে নিবন্ধনের সুযোগ।


সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মুছাব্বেরুজ্জামান জানান, বর্তমার সরকার সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় এধরনের একটি প্রশিক্ষণ কন্দ্রে গড়ে তোলায় এ জেলার শিক্ষত যুবক-যুবতীরা বাড়ী থেকে এখানে প্রশিক্ষণ নিতে পারছে। যা আগে জেলার বাহিরে ঢাকাসহ জেলার বিভিন্নস্থানে যেয়ে প্রশিক্ষণ নিতে হত। বর্তমানে মনরম পরিবেশ প্রশিক্ষণার্থীরা বিনেরপোতা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারছে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0057559013366699