ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডুজা’র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক |

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।  শুক্রবার (৭ ডিসেম্বর) সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল বাশার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলী ইউনুস হৃদয়ের হামলার ঘটনায় ভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়, গত বুধবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন ছাত্রলীগের ২০-২৫ জন কর্মী সংবাদ সংগ্রহরত আবুল বাশারের ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ১ ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয়ের ওপর হামলা করে ছাত্রলীগ। ১৬ নভেম্বর সংবাদ প্রকাশের জের ধরে ও এক ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় দৈনিক যুগান্তরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাব্বি হাসান সবুজের ওপর ন্যাক্কারজনক হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে তারা বলেন, এ সকল ন্যাক্কারজনক ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ কিংবা ছাত্রলীগ কেউই কোনো ব্যবস্থা নেয়নি। বরং অনেক ক্ষেত্রে দায়সারা বক্তব্য ও লোকদেখানো তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তাঁরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।এধরনের অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনায় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বিনষ্ট হচ্ছে।

অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে ডুজা নেতারা বলেন, অন্যথায় সাংবাদিক সমিতির সদস্যদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করা হবে। সারা দেশের ক্যাম্পাসে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সঙশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0052578449249268