ক্রাইস্টচার্চে বন্দুক হামলায় নিখোঁজ ৭ বাংলাদেশি

দৈনিকশিক্ষা ডেস্ক |

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর গুলির ঘটনায় বাংলাদেশের ৭ জনের খোঁজ এখনও মেলেনি।গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুই বাংলাদেশি। অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুর রহমান জানান, ক্রাইস্টচার্চে বন্দুক হামলার পর নিউজিল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির লোকজন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিতে থাকেন। এখন পর্যন্ত সাতজনকে ফোনে পাচ্ছেন না। তারা সেদিন মসজিদে ছিলেন। আমরা আশঙ্কা করছি হয়ত ওই সাতজন আর বেঁচে নেই।

এ ঘটনায় বাংলাদেশের মোট কয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এমন প্রশ্নে শফিকুর রহমান বলেন, আমরা এখনও আনুষ্ঠানিকভাবে জানি না, কতজন মারা গেছেন। লাশগুলো ঘটনাস্থলেই রয়েছে।আশা করি আজকের মধ্যে জানতে পারব।

তিনি বলেন, শুক্রবার শুনেছিলাম নিহত ডা. সামাদের স্ত্রীও মারা গেছেন। তবে আসলে বিষয়টি সত্যি নয়। তিনি বেঁচে আছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, ডা. সামাদ বেঁচে নেই। তবে বিষয়টি তাকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

শফিকুর রহমান জানান, এ ঘটনায় গুরুতর আহত দুজন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন নারীর বুকে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। আরেকজনের পায়ে গুলি লেগেছে। তার পা কেটে ফেলতে হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে ৪৯ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৪৮জন। এই সন্ত্রাসী হামলার সময় আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে ফিরে আসেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা।এ ঘটনায় বাংলাদেশের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0028719902038574