ক্রিকেটে ‘নিষিদ্ধ’ হওয়ার আশঙ্কা শ্রীলঙ্কার!

দৈনিকশিক্ষা ডেস্ক |

চন্ডিকা হাথুরুসিংহে ইস্যুতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ‘সাময়িক নিষিদ্ধ’ হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির গণমাধ্যম। আইসল্যান্ড ক্রিকেট বলছে, বোর্ডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ের মতো পরিণতি হতে পারে লঙ্কান ক্রিকেটের।

বিশ্বকাপের পর দেশটির ক্রীড়ামন্ত্রী পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করার নির্দেশ দেন। সেই অনুযায়ী, বাংলাদেশ সিরিজই হতে যাচ্ছে হাথুরুসিংহের শেষ অ্যাসাইনমেন্ট।

সম্প্রতি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সদস্যপদ সাময়িক বাতিল করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বোর্ডের পরিচালনা কমিটির ওপর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসির এমন সিদ্ধান্ত।

শুধু কোচ ইস্যুতে অবশ্য কোনো দেশকে নিষিদ্ধ করার নজির নেই আইসিসির। কমিটি গঠনে দলীয়করণ কিংবা আর্থিক কেলেঙ্কারি না থাকলে এমন কঠিন সিদ্ধান্ত সাধারণত নেয় না সংস্থাটি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে গত কয়েক বছর ধরে রাজনীতির কালো ছায়া পড়ছে। দল গঠন এবং কোচ নিয়োগে সে দেশের ক্রীড়ামন্ত্রী নানাভাবে হস্তক্ষেপ করেন।

আইসল্যান্ড ক্রিকেট জানিয়েছে, হাথুরুসিংহের সঙ্গে চুক্তি শেষ হওয়ার ১৭ মাস আগে সম্পর্ক ছিন্ন করায় আইনি ঝামেলায়ও জড়াতে যাচ্ছে বোর্ড। কর্মকর্তারা হাথুরুকে ৬ মাসের পারিশ্রমিক দিতে চাইছেন। কিন্তু তিনি চাইছেন পুরোটা। সেই হিসাবে তার পাওনা দাঁড়ায় সাড়ে ৮ কোটি টাকার মতো!

হাথুরুসিংহের যুক্তিও ফেলে দেয়ার মতো নয়। বিশ্বকাপে দল খারাপ করার দায় তার চেয়ে বোর্ডের কম নয়। কারণ টুর্নামেন্টে যে দল খেলেছে সেটি তিনি নির্বাচন করেননি।

শ্রীলঙ্কার চাকরি নেয়ার সময় তাকে বলা হয়েছিল স্কোয়াড নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন। অথচ গত ডিসেম্বরে তার সেই ক্ষমতা কেড়ে নেয়া হয়। বিশ্বকাপে যাদের খেলাতে চেয়েছিলেন তাদের মধ্যে নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, অকিলা ধনঞ্জয়া, দাশুন শানাকা, লাহিরু কুমারা অন্যতম। এদের তিনি স্কোয়াডে রাখতে পারেননি।

হাথুরুকে এড়িয়ে নির্বাচকেরা এমন পাঁচজন খেলোয়াড়কে নিয়ে ইংল্যান্ডে যান, যারা বিশ্বকাপের আগে ১৮ মাস ওয়ানডেই খেলেননি!

শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, হাথুরু নির্বাচক থাকা অবস্থায় দল তুলনামূলক ভালো করেছিল।


পাঠকের মন্তব্য দেখুন
জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0034408569335938