খেলনা পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হুমকি, যুবক গ্রেফতার

দৈনিকশিক্ষা ডেস্ক |

ভারতের হুগলিতে ডিআরডিও পরিচয়ে একটি ইংরেজি মাধ্যম স্কুলে ঢুকে আতঙ্ক ছড়ানোর অভিযোগে অভিযুক্ত যবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের কাছে পাওয়া পিস্তলটি নকল বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সংবাদ প্রতিদিনি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ঘটনার সূত্রপাত ২৬ জুলাই৷ এই দিন কোন্নগরের একটি ইংরাজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল বিশ্বরূপ দাসকে ফোন করে ডিআরডিও বলে নিজের পরিচয় দেন জনৈক অরিজিৎ মেটে নামে এক ব্যক্তি৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে প্রিন্সিপালকে তিনি জানান, তাঁর স্কুলের তিন শিক্ষক এবং এক কর্মীর বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ আছে৷ তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও আছে৷ বলা হয়, কম্পিউটারের হার্ড ডিস্কের মাধ্যমে মহম্মদ নাসিম নামে এক কর্মী স্কুলের সমস্ত তথ্য অন্যত্র পাচার করছে৷ তাই হার্ড ডিস্ক বদলে না ফেললে সমূহ বিপদের কথাও শোনান ওই ব্যক্তি৷ বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মোবাইলের সিম কার্ড বদলে ফেলার নির্দেশ দেন৷

এরপর অরিজিৎ মেটে নামে ওই যুবক একদিন স্কুলে গিয়ে তদন্ত করেন, জিজ্ঞাসাবাদও করেন৷ বেশ কয়েকবার তিনি স্কুলে যান৷ মঙ্গলবারও গিয়েছিলেন স্কুলে৷ প্রিন্সিপালের সঙ্গে কথা বলার সময়ে সিসিটিভিতে তাঁর ছবি ধরা পড়ে৷ তাতে আরেক শিক্ষক দেখতে পান, ওই ব্যক্তির ট্রাউজারের পকেট থেকে উঁকি মারছে পিস্তল৷ তা দেখে আতঙ্কিত ওই শিক্ষক উত্তরপাড়া থানায় ফোন করে সবটা জানান৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অরিজিৎকে গ্রেফতার করে৷ তারপরই গোটা বিষয়টি পরিষ্কার হয়৷

জানা গিয়েছে, অরিজিৎ মেটে দেড় বছর আগে এই স্কুলে অঙ্কের শিক্ষক ছিলেন৷ পরে ছেড়ে অন্য স্কুলে যোগ দেন৷ তবে এই স্কুলের মহম্মদ নাসিম নামে এক কর্মীর সঙ্গে অরিজিতের ব্যক্তিগত শত্রুতা ছিল৷ তাই সে বদলা নিতে ডিআরডিও’র নাম করে পরিকল্পনা করে৷ কিন্তু শেষমেশ পরিকল্পনা বানচাল হয়ে যায়৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় স্কুলে৷ এমনকি দুজন শিক্ষিকা পদত্যাগও করেন৷ আপাতত অরিজিৎ জেল হেফাজতে৷ স্কুলের পঠনপাঠন স্বাভাবিক থাকলেও, থমথমে সামগ্রিক পরিবেশ৷


পাঠকের মন্তব্য দেখুন
হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027611255645752