খেলার মাঠে অস্ত্রধারীদের হামলায় শিক্ষকসহ ৭ জন আহত

ফরিদপুর প্রতিনিধি |

ফরিদপুরে খেলার মাঠে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষক ও ছয় শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর জিলা স্কুলের মাঠে এ ঘটনা ঘটে।

অস্ত্রধারীদের হামলায় রামদায়ের কোপে আহত শিক্ষক নগরকান্দা উপজেলার এম এন একাডেমির ক্রীড়া বিষয়ক শিক্ষক আবু ইউনুস মিয়া (৩৯)। আহত শিক্ষার্থীরা হলো পারভেজ, আরাফাত, নাদিম, সাহেব, আল হামজা ও বিধান। এরা সকলে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং ওই বিদ্যালয়ের ফুটবল দলের সদস্য।

ফরিদপুর জিলা স্কুলের মাঠে ‘৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা’ উপজেলা পর্যায়ের খেলা চলছে। শনিবার ওই মাঠে নগরকান্দা ও ফরিদপুর সদরের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নগরকান্দার এমএন একাডেমির কাছে ফরিদপুর সদরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ফুটবল দল ১-০ গোলে হেরে যায়। রোববার নগরকান্দার সঙ্গে সদরপুর উপজেলার খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ খেলা শুরু হওয়ার আগে বেলা ১১টার দিকে নগরকান্দা উপজেলা দলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরকান্দা ফুটবল দলের সদস্যরা তখন মাঠের পূর্বপাশে পোশাক পরিবর্তন করে ওয়ার্ম আপ করছিলেন। এই সময় রামদা, লোহার রডসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে নগরকান্দা ফুটবল দলের ওপর হামলা চালায়। এ হামলায় নগরকান্দা দলের ক্রীড়া শিক্ষক ও ছয় শিক্ষার্থী খেলোয়াড় আহত হয়। আহতদের দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে শিক্ষকসহ আহত শিক্ষার্থীরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নগরকান্দা উপজেলার এম এন একাডেমির ক্রীড়া বিষয়ক শিক্ষক আবু ইউনুস মিয়া বলেন, শনিবার নগরকান্দার কাছে হেরে যায় ফরিদপুর সদরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়। এই হার মানতে না পেরে প্রতিশোধ নেয়ার জন্য পরিকল্পিতভাবে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ হামলা করেছে।

ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম জানান, যে সময়ে খেলার মাঠে হামলার ঘটনা ঘটেছে সেই সময়ে তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে পাঠদানে ব্যস্ত ছিলেন। তার বিদ্যালয়ের কোন শিক্ষার্থী এ হামলার সঙ্গে যদি জড়িত হয়ে থাকে তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ফরিদপুর জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল বলেন, ইতোমধ্যে হামলাকারী হিসেবে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে সে তালিকা পাঠিয়ে তাদের বিদ্যালয় থেকে বহিষ্কার করতে বলা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পাইপের মাথায় চাইনিজ কুড়াল বাঁধা অবস্থায় একটি অস্ত্র জব্দ করা হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0052201747894287