ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মাদরাসার পরীক্ষা নিয়ে সংশয়

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি |

২৭ নভেম্বর শুরু হবে বার্ষিক পরীক্ষা। অথচ পরীক্ষা প্রস্তুতির ক্লাসগুলো চলছে খোলা আকাশের নীচে। নিয়মিত পাঠদান না হওয়ায় পরীক্ষাপূর্ব ক্লাসগুলোতে একদিকে শিক্ষার্থী কমেছে। অন্যদিকে মুলভবন আর আববাবপত্র নষ্ট হওয়ায় যথাযথভাবে বার্ষিক পরীক্ষা নেয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে পটুয়াখালীর বাউফলের পূর্ব খেজুরবাড়িয়া দাখিল মাদরাসার।

জানা গেছে, ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে বিধ্বস্ত হয় দাখিল মাদরাসার টিন সেডের মুলভবন। ক্ষতিগ্রস্ত হয় বেঞ্চসহ বিপুল আসবাবপত্র। এতে নিয়মিত পাঠদান ব্যহত হয়। কোনমতে আকাশের নিচে চালিয়ে নেয়া হয় শিক্ষা কার্যক্রম। ফলে শিক্ষার্থীদের উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে। 

তবে মাদারাস কর্তৃপক্ষ সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে এখন পর্যন্ত কোন সহায়তা পাননি। মদরাসা সুপার মো. আব্দুল মতিন জানান, মাদারাসায় শিক্ষার্থী সংখ্যা ৩৬০ জন। ইবতেদায়ির শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৬টি ক্লাসরুম ও  শিক্ষক মিলনায়তন ছিলো মূল ভবনে। যেটি ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো জানানা, ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হবার পর সংস্কারের জন্য মাদ্রসার শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে লিখিতভাবে সমস্যার কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন সহায়তা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। আসন্ন বার্ষিক পরীক্ষা ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারেও হিমশিম খাচ্ছেন তারা।

   ৯ম শ্রেণির শিক্ষার্থী আয়শা বললো, আকাশের তলায় কিভাবে ক্লাস করি? সামনে আমাগো বার্ষিক পরীক্ষা। চেয়ার, টেবিল, চকবোর্ড, বেঞ্চ ভাঙচুর হওয়ায় অনেকে ক্লাসে আসে না। প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে মাদরাসাটি দ্রুত সংস্কারের দাবি তার।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয় ছেলেমেয়েদের মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জরুরী সংস্কার না হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে। মাদরাসা সুপার মো. আব্দুল মতিন বলেন, ২৭ নভেম্বর থেকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। এছাড়া শ্রেণিকক্ষ ও মুলভবন ভাঙা থাকলে নতুন বছরে অনেক শিক্ষার্থী ভর্তি হতে চাইবে না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস বলেন, ক্ষতিগ্রস্থ ওই প্রতিষ্ঠানের আবেদন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সংস্কারের জন্য শিগগির পদক্ষেপ নেয়া হচ্ছে।

 

 


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0058920383453369