চাকমা হয়েও পড়ছেন ইসলামের ইতিহাস, পদক জয় এসএ গেমসে

ঢাবি প্রতিনিধি |

নেপালে সদ্য শেষ হওয়া এসএ গেমসে বেশ সাফল্য দেখিয়েছে বাংলাদেশের অ্যাথলেটরা। এবার লাল-সবুজ পতাকার অর্জন ১৯ টি সোনা। সঙ্গে রয়েছে ৩২ রুপা ও ৮৭ ব্রোঞ্জ সহ ১৩৮ পদক। ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ খ্যাত এসএ গেমসে বাংলাদেশের সেরা সাফল্য এটা।

যদিও নেপাল এবং শ্রীলংকার তুলনায় নীচে অবস্থান বাংলাদেশের। ১৭৪টি সোনাসহ ৩১২ পদক নিয়ে ভারত প্রতিযোগিতার সেরা। দ্বিতীয় স্থানে থাকা নেপালের সংগ্রহে ৫১টি সোনাসহ ২০৬ পদক।

বাংলাদেশ দলের এই সাফল্যে নাম জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরও। দলের সঙ্গে থাকা বক্সার সুর কৃষ্ণ চাকমা জয় করেছেন ব্রোঞ্জ পদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র তিনি।

তার এই সাফল্যে খুশি হলেও উপর মহল থেকে অভিনন্দন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আরমান হোসেন অন্তর নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘বক্সিং বাদে হাডুডু খেললেও অন্তত আপনার বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা জানতেন, আপনি সাউথ এশিয়ান গেমসে দেশের জন্য ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন। অন্তত দায়িত্বশীল কারো পক্ষ থেকে সাড়া পেলেও সামান্যতম স্পোর্টস জ্ঞানে মুগ্ধ হতাম।

এতো সদস্য, এতো সম্পাদক, কারো টাইমলাইনে সামান্য অভিনন্দনটুকু পর্যন্ত না দেখে কিছুটা বিস্মিতই হয়েছি, তবে আশা হারাইনি। দল করতে করতে আমরা দলগত সাফল্য ছাড়া বিচারই করতেই ভুলে গেছি।

তবু ধন্যবাদ দাদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আপনার এই অর্জনে আমরা অভিভূত। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন। আপনার অনাগত দিনগুলো সাফল্যমণ্ডিত হোক, দেশের পতাকা বয়ে বেরান পৃথিবীজুড়ে।’

বক্সার সুর কৃষ্ণ চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ক্রীড়া সম্পাদক পদে লড়াই করেন তিনি।

তার ক্রীড়াক্ষেত্রেও সাফল্য কম নয়। জানা গেছে, বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার তিনি। ২০১৩ ও ২০১৪ সালের জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন তিনি। এছাড়া ২০১৩ খ্রিষ্টাব্দের বর্ষসেরা জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন। 

২০১৪ খ্রিষ্টাব্দের কমনওয়েলথ গেমসে প্রতিনিধিত্ব করেছেন। রিও অলিম্পিক থেকে পেয়েছেন স্কলারশিপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ও অ্যাথলেটিকস দলের অন্যতম সদস্য বিকেএসপির সাবেক খেলোয়াড় সুর কৃষ্ণ চাকমা।

এসএ গেমসে পদক জয়ের পর সুর কৃষ্ণ চাকমা ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘সবকিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এই গেমসের জন্য কঠোর পরিশ্রম করলেও কাঙিক্ষত লক্ষ্যে পৌছাতে পারিনি। দেশের জন্য স্বর্ণপদক আনতে পারেনি। গেমস শেষ হয়েছে এবং আমি ব্রোঞ্জ পদক জিতেছি।’


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0030651092529297