ছাত্রলীগের দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল নেই

চবি প্রতিনিধি |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘টর্চার সেল’ এর কোনো অস্তিত্ব নেই দাবি করে ‘প্রকৃত অবস্থা’ দেখতে দেশের সব গণমাধ্যমকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল সরেজমিন পরিদর্শনের আহ্বান জানিয়েছে শাখা ছাত্রলীগ। শুক্রবার (১১ অক্টোবর) চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সই করা এক বিবৃতিতে ছাত্রলীগ এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করেছে- দেশের একটি স্বনামধন্য টিভি চ্যানেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের টর্চার সেল নিয়ে প্রচারিত সংবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নামও জুড়ে দিয়েছে।’

‘আমরা এ ধরনের ভিত্তিহীন, সর্বৈব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দেশের সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি- আপনারা সরেজমিনে এসে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখুন। তাহলেই এ সংবাদের অসারতার প্রমাণ পাওয়া যাবে।’

বিবৃতিতে দাবি করা হয়, ‘বাংলাদেশের অস্তিত্ব অস্বীকারকারীদের দোসর শিবির যখন  চবির হলগুলোতে অবস্থান করতো- তখন রুমে রুমে শিবিরের ছাত্র নির্যাতনের খবর পত্রিকায় দেখা যেত। তবে হলগুলোতে ছাত্রলীগের অবস্থান সুসংহত হওয়ার পর এখন সাধারণ ছাত্র নির্যাতনের একটি অভিযোগ পর্যন্ত নেই।’

‘এমতাবস্থায় আমরা টর্চার সেল নিয়ে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমসহ সব গণমাধ্যমের প্রতি আরও দায়িত্বশীল ও পেশাদারী সাংবাদিকতা প্রত্যাশা রেখে প্রকাশিত সংবাদ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহারের অনুরোধ করছি।’

প্রসঙ্গত, শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের টর্চার সেল রয়েছে বলে সংবাদ প্রকাশ করে। যেখানে ১২ নম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নামও রয়েছে।

সংবাদ প্রকাশের পরপরেই এ নিয়ে সমালোচনায় মেতে উঠেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। 

সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন জায়গায় এ নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে উঠেন তারা।


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0032649040222168