ছোট বোনকে ভর্তি না করায় বড় বোনকে টেস্ট পরীক্ষা দিতে বাঁধা

ঝালকাঠি প্রতিনিধি |

ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ছোটবোনকে ভর্তি না করায় এক ছাত্রীকে এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। সোমবার (১ অক্টোবর) সকালে পরীক্ষা দেওয়ার জন্য স্বপ্না আক্তার নামের ওই ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হলে প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন তাকে পরীক্ষায় অংশ নিতে বাধা দেন। স্বপ্না বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের মো. ইকবাল হাওলাদারের মেয়ে।

পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে স্কুলছাত্রী স্বপ্না আক্তার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তার লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে স্বপ্না আক্তার বলেন, 'আমাদের ইউনিয়নের অন্য একটি মাধ্যমিক বিদ্যালয়ে আমার ছোট বোন রিপা আক্তার সপ্তম শ্রেণিতে পড়ে। বোনকে আমার বিদ্যালয়ে (বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়) ভর্তি করার জন্য আগে থেকেই চাপ দিয়ে আসছিলেন আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন। কিন্তু বোনকে বিদ্যালয়ে ভর্তি না করায় আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, আসন্ন এসএসসি পরীক্ষায় আমাকে ফরম পূরণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে।'

স্বপ্না আক্তার আরো জানান, 'আমি পরীক্ষা দিতে চাই। যে বিদ্যালয়ে আমি দীর্ঘদিন পড়ালেখা করেছি সেই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এমন আচরণ দুঃখজনক। আমার শিক্ষা জীবন রক্ষা করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।' এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বপ্না।

এ ব্যাপারে বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, 'আমরা কাউকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য চাপ দেইনি। ওই ছাত্রী নিয়মিত বিদ্যালয়ে না আসার কারণে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল বলেন, 'অভিযোগ পেয়েই প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। আজকের পরীক্ষা পরবর্তীতে নেওয়া হবে এবং আগামী দিন থেকে সে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে নির্দেশ দিয়েছি।' 


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0032100677490234