জাবিতে ফের পাল্টাপাল্টি কর্মসূচি

জাবি প্রতিনিধি |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্যের পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর একটায় উপাচার্যের পদত্যাগ দাবিতে পদযাত্রা করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে বেলা তিনটায় ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন উপাচার্যপন্থী শিক্ষকরা। পূজার ছুটির পর ক্লাস-পরীক্ষার শুরুর প্রথম দিনেই এ কর্মসূচি পালন করেছে উপাচার্যপন্থী ও বিপক্ষের শিক্ষকরা। এছাড়া উভয় পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচিও ঘোষণা করেছে। 

পদযাত্রা শেষে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা নতুন প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে উপাচার্যকে পদত্যাগ করার আহ্বান জানান। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন, শাখা ছাত্র ইউনিয়নের সদস্য রাকিবুল রনি, শাখা ছাত্রফ্রন্টের সভাপতি মাহাথির মুহাম্মাদ, আবৃত্তি সংগঠন ধ্বনির সভাপতি সোহানুর রশিদ মুন গাজী, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার যুগ্ম আহ্বায়ক ফরহাদ হারেস ভূঁইয়া। এ সংগঠনটি আগামীকাল বুধবার বিক্ষোভ মিছিল, বৃহস্পতিবার সংহতি সমাবেশ এবং শনিবার সন্ধ্যায় মশাল মিছিল করবে বলেও ঘোষণা দিয়েছে।

অপরদিকে উপাচার্যপন্থী শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি দিনের কর্মসূচি ঘোষণা করেন উপাচার্যপন্থী শিক্ষকরা। একইসাথে ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ নামের সংগঠনের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুনকে সমন্বয়ক এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক  মোহাম্মাদ আলমগীর কবীরকে মুখপাত্র করে গঠিত কমিটিতে বাকি ৩৩ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এছাড়া এ সংগঠনের সাথে অফিসার সমিতি, কর্মীচারি ইউনিয়ন এবং কর্মচারি সমিতির নির্বাচিত সভাপতি-সম্পাদকদের সম্পৃক্ততা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আলমগীর কবির তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। তাদের কর্মসূচি হলো, বুধবার বেলা ১১টায় মৌন মিছিল ও সংহতি সমাবেশ, বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন, মঙ্গলবার (২২অক্টোবর) চিহ্নিত দুর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রেরণ। 

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকরা উপাচার্যের বিরুদ্ধে আনীত অভিযোগকে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে কথা বলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সমাজবিজ্ঞান অনুষদের ডীন (ভারপ্রাপ্ত) অধ্যাপক রাশেদা আখতার, আইন অনুষদের ডীন (ভারপ্রাপ্ত) অধ্যাপক বাশির আহমেদ, ব্যবসা শিক্ষা অনুষদের ডীন নীলঞ্জন কুমার সাহা, অধ্যাপক এ এ মামুন,  অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, অধ্যাপক নঈম সুলতান, অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান প্রমুখ।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0032830238342285