জেএসসিতে বরিশালে পাসের হার সর্বোচ্চ: নানা প্রশ্ন

বরিশাল প্রতিনিধি |

জেএসসি পরীক্ষায় আটটি শিক্ষা বোর্ডের মধ্যে এবার পাসের হার সবচেয়ে বেশি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে। বরিশাল বোর্ডে এ বছর পাসের হার ৯৭ দশমিক ০৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৯০৬ জন শিক্ষার্থী। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। হঠাৎ করে বরিশাল বোর্ডে পাসের হার বেশি হওয়ায় শিক্ষক ও শিক্ষাবিদরা প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, এর আগেও সিলেট বোর্ড হঠাৎ করে বেশি পাস করেছিলো। সমালোচনার মুখে তা বন্ধ হয়েছে। 

অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষাবিদদের মতে, বোর্ডগুলোর চেয়ারম্যান পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষকদের  প্রেষণে পদায়ন দেয়া হয়। বোর্ড চেয়ারম্যানদের মধ্যে প্রতিযোগীতা থাকে। ঢাকার বাইরের বোর্ডগুলোর চেয়ারম্যানরা চেষ্টা করেন ভালো ফল দেখিয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার। আবার কেউ কেউ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদেও আসতে চান। আবার কেউ কেউ মন্ত্রী ও সচিবদের সুনজদের থাকতে চান। নানা কারণে হঠাৎ কোনও কোনও বোর্ডের ফল ভালো দেখানো হয়। 

াবরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে ১ লাখ ১১ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী, যার মধ্যে ৫১ হাজার ৫৬৬ জন ছাত্র এবং ৫৯ হাজার ৯০৩ জন ছাত্রী।

এবার পাসের হারের দিক থেকে বরিশাল শিক্ষা বোর্ডে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ৯৬ দশমিক ২৮ শতাংশ ছাত্র ও ৯৭ দশমিক ৭২ শতাংশ ছাত্রী পাস করেছে জেএসসি পরীক্ষায়।

গত ১ নভেম্বরে (বৃহস্পতিবার) থেকে সারাদেশে একযোগে শুরু হয় 'জুনিয়র স্কুল সার্টিফিকেট' (জেএসসি) ও মাদরাসা শিক্ষার্থীদের 'জুনিয়র দাখিল সার্টিফিকেট' (জেডিসি) পরীক্ষা। ১ নভেম্বর শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলে জেএসসি পরীক্ষা। অপরদিকে জেডিসি পরীক্ষা চলে ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। ২০১৮ খ্রিস্টাব্দে আট বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৩ লাখ ৮২ হাজার ২০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি ও জেডিসিতে অংশ নেয়। 


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.002518892288208