ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি |

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ৭৪ নম্বর হাটগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত হয়েছে অনেক আগেই। ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ছে। পানিতে ভেজা ভাঙাচোরা মেঝে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। অথচ ওই পরিবেশেই পাঠদান করা হচ্ছে শিক্ষার্থীদের। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীও ঝরে পড়তে শুরু করেছে।

জানা গেছে, ১৯৪৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি চারবার যমুনার ভাঙনের কবলে পড়ে বর্তমান স্থানে স্থানান্তরিত হয়েছে। ২৪ বছর আগে তিন কক্ষবিশিষ্ট একটি পাকা ভবনে পাঠদান শুরু হয়। এ সময়ের মধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থী বেড়েছে অনেক। কিন্তু বাড়েনি শ্রেণিকক্ষসহ কোনো সুবিধাদি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে পানি পড়ায় কালচে হয়ে গেছে। ছাদের অনেক স্থান থেকে পলেস্তরা খসে পড়েছে। ভবনের মেঝের ও বারান্দার সব পলেস্তরা উঠে গেছে। পানি পড়ার কারণে মেঝে স্যাঁতসেঁতে থাকায় শ্রেণিকক্ষে উইপোকা মাটি তুলছে প্রতিনিয়ত।

বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান বলেন, ‘বিদ্যালয়টির এ অবস্থার কারণে শিক্ষার্থীদের ক্লাসে ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোস্তাফা কামাল বলেন, ‘অনেক আগেই উপজেলা শিক্ষা কমিটি বিদ্যালয় ভবনটিকে জরাজীর্ণ হিসেবে ঘোষণা দিয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে মেরামতের জন্য এ স্কুলে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। অথচ বিদ্যালয়ে একটি নতুন ভবন জরুরি।’

কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘জনবল সংকটের কারণে হয়তো সঠিক সময়ে তথ্য না পাওয়ায় বিদ্যালয়টির জন্য বরাদ্দ বাদ পড়ে থাকতে পারে। তবে বরাদ্দের জন্য সুপারিশ করা হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
দেরিতে এসে স্বপ্নভঙ্গ গুচ্ছে ভর্তিচ্ছু অনেকের - dainik shiksha দেরিতে এসে স্বপ্নভঙ্গ গুচ্ছে ভর্তিচ্ছু অনেকের নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন - dainik shiksha নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জগদীশ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর - dainik shiksha জগদীশ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার - dainik shiksha প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ নিজের শিক্ষককে নিয়ে শ্রেণিকক্ষে ঢাবি শিক্ষক, প্রশংসায় ভাসছে ফেসবুক - dainik shiksha নিজের শিক্ষককে নিয়ে শ্রেণিকক্ষে ঢাবি শিক্ষক, প্রশংসায় ভাসছে ফেসবুক please click here to view dainikshiksha website Execution time: 0.0029511451721191