টাইম স্কেলসহ প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষার মান উন্নয়নে টাইমস্কেল বাস্তবায়নসহ প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো: বদরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো। সভায় মূল বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মো: দেলোয়ার হোসেন।   

নীতি নির্ধারণী কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন প্রাথমিকের প্রধান শিক্ষকদের পদোন্নতির বিষয়টি দীর্ঘদিন যাবত  বন্ধ রয়েছে। দ্রুত পদোন্নতির দাবি জানান তিনি।

সভায় শিক্ষক নেতারা প্রাথমিকের প্রধান শিক্ষকদের ২০১৪ খ্রিস্টাব্দের ৯ মার্চ পরবর্তী টাইমস্কেল সম্পর্কে জোরালো বক্তব্য রাখেন। শিক্ষক নেতারা বলেন, সরকারি কর্মচারীরা ২০১৫ খ্রিস্টাব্দের ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য টাইমস্কেল পেলেও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা টাইম স্কেল পাননি। এর ফলে তারা অর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। আলোচনায় সমস্যার দ্রুত সমাধান কামনা করেন শিক্ষক নেতারা।    

এছাড়া আলোচনায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সমিতির দেওয়া ১০ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানান শিক্ষক নেতারা। 

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সমিতির দেওয়া ১০ দফা প্রস্তাবনায় রয়েছে জাতীয় বেতন স্কেল ২০১৫ গেজেট মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২০১৪ খ্রিস্টাব্দের ৯ মার্চ থেকে ২০১৫ খ্রিস্টাব্দের ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য টাইমস্কেল বাস্তবায়ন, প্রধান শিক্ষকদের পদোন্নতি পুনরায় চালুকরণে ব্যবস্থা গ্রহণ, প্রাথমিক শিক্ষা ক্যাডার সার্ভিস চালু করা, প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণি পর্যন্ত করে তা সকল প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবায়ন, প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ গ্রেড প্রদানসহ সেল্ফ ড্রয়িং ক্ষমতা প্রদান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বোর্ড গঠন, চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষদের দ্রুত নিয়মিতকরণ, বিদ্যালয় পরিচালনায় ব্যয় বরাদ্দ বৃদ্ধি, প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ, শিক্ষক কল্যাণ ট্রাস্টসহ প্রাথমিক শিক্ষার নীতি নির্ধারণীতে প্রধান শিক্ষকদের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ এবং সরকারি কর্মচারীদের সাথে ছুটি সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়কে নন ভকেশনাল ডিপার্টমেন্ট ঘোষণা করা।   

সমিতির সাংগঠনিক সম্পাদক মো: শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে সমিতির সিনিয়র সহসভাপতি নূর মোহাম্মদ এবং সহসভাপতি মো: খোরশেদ আলম, আনিছুর রহমান, অর্থ সম্পাদক আব্দুর রহমান, জাকির হোসেন, সৈয়দ আলী, ইমরান ভূইয়া,সানাউল্লাহ পাটোয়ারী, শাহজাহান সিদ্দিকী, জানে আলম শিকদার, জালাল হোসেন, দীন ইসলাম,বিলকিছ বেগম, আবুল কাশেম,রফিকুল ইসলাম, এনামুল হক শামীম, আবুল হোসেন, জাহিদ হোসেন,মোস্তফা কামাল, মমতাজ আহমেদ,বদরুজ্জামান,আওলাদ হোসেন, ইস্কান্দার মির্জা, আবু রওশন, মোশারফ হোসেন,আব্দুল হালিম, সিরাজুল ইসলাম খান, সারোয়ার জাহান, জেসমিন আক্তার, বশির আহমদ বক্তব্য দেন।       


পাঠকের মন্তব্য দেখুন
উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ - dainik shiksha স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে - dainik shiksha শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে please click here to view dainikshiksha website Execution time: 0.0029060840606689