টিভির ক্লাসে কতটুকু লাভবান হবে তৃণমূলের শিক্ষার্থীরা?

নিজস্ব প্রতিবেদক |

দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত  স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় রোববার (২৯ মার্চ) থেকে সংসদ টিভিতে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হচ্ছে। এদিকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য টিভিতে ক্লাস প্রচারের উদ্যোগ নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের নেতারা। তবে, ‘টিভিতে ক্লাস প্রচারে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শিক্ষার্থীরা লাভবান হলেও তৃণমূলের নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা কতটুকু লাভবান হবে?’-সে প্রশ্ন তুলেছেন পরিষদের নেতারা। একই সাথে দুর্যোগ কেটে গেলে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে প্রাথমিক শিক্ষকদের উদ্বুদ্ধ করতে বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (২৮ মার্চ) দৈনিক শিক্ষাডটকমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পরিষদের নেতারা। 

পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বিজ্ঞপ্তিতে বলেন, করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্লাস টিভিতে প্রচার করা হবে। সরকারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে, টিভিতে ক্লাস প্রচারে উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরাই উপকৃত হবে। তৃণমূলের নিম্নবিত্ত বেশিরভাগ পরিবারে এখনো টিভি নেই। তাই, অসচ্ছল পরিবারগুলোর শিক্ষার্থীদের এর মাধ্যমে কতটুকু লাভ হবে বা তারা কতটুকু ক্ষতি পুষিয়ে উঠবে?-সে প্রশ্ন থেকেই যায়। গার্মেন্টস খাতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা অত্যন্ত প্রশংসিত হয়েছে সর্বমহলে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা সংকট কেটে গেলে আবার শুরু হবে ক্লাস। সে সময় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে তুলতে উদ্বুদ্ধ করতে হবে শিক্ষকদের। শিক্ষকদের উৎসাহিত করতে বেতন বৈষম্য দূরীকরণের কোন বিকল্প নেই। তাই, ভবিষ্যতের ক্ষতি পুষিয়ে উঠতে শিক্ষকদের কাঙ্খিত গ্রেডে বেতন প্রদানে জোর দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0051510334014893