ডাকসু নির্বাচন: জোটবদ্ধ প্যানেল নির্বাচন ঘোষণা ছাত্রলীগের

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি ভিত্তিক ২২টি ছাত্র সংগঠনের সঙ্গে জোটবদ্ধ প্যানেলে নির্বাচন করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। টিএসসি ভিত্তিক এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ছাত্রলীগের সমন্বিত প্ল্যাটফর্ম ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদের’ মাধ্যমে নির্বাচনে অংশ নিবে বলে জানায় ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি)দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্মিলিত শিক্ষার্থী সংসদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক পরিষদের সভাপতি এস এম রাকিব সিরাজী। এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বক্তব্য দেন। 

সম্মিলিত শিক্ষার্থী সংসদের ব্যানারে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করার কথা জানান ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। একই প্যানেলে ছাত্র সংগ্রাম পরিষদও থাকবে বলে জানান তিনি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আমরা সবাই একটি প্ল্যাটফর্মে এসে প্যানেল দিয়ে একসঙ্গে কাজ করতে চাই। 
তারই অংশ হিসেবে ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসেছিলাম।

আজকে বসেছি টিএসসিকেন্দ্রিক সংগঠনগুলোর সঙ্গে। লিখিত বক্তব্যে এস এম রাকিব সিরাজী বলেন, দীর্ঘ ২৮ বছর বন্ধ থাকার ফলে সময়ের প্রয়োজনেই টিএসসিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। টিএসসি কেন্দ্রিক সংগঠনগুলো ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে থাকবে। 

আমরা আহ্বান করতে চাই যে ভোটের রাজনীতির সুযোগ নিয়ে কেউ যেন শত-সহস্র্র শহীদের রক্তাত্ব পবিত্র এই বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন রাজনৈতিক শক্তিকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা না করে। নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী সম্ভাব্য সব প্যানেল সাধারণ শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া, দাবি-দাওয়া ও তাদের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের ইশতেহারগুলো প্রস্তুত করবে, আমরা সেই প্রত্যাশা করছি। নির্বাচনের আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কোন কর্মসূচি বা কর্মকাণ্ড না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি।

ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলে হওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় সম্মিলিত শিক্ষার্থী পরিষদ। লিখিত বক্তব্যে বলা হয়, ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ঐতিহাসিকভাবেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের প্রাণের অঙ্গন হলগুলোতেই হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও ভোটকেন্দ্র হলে হওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোন আপত্তি নেই বরং সাধারণ শিক্ষার্র্থীরা এই সিদ্ধান্তকে ঐতিহ্যের অংশ হিসেবে স্বাগত জানিয়েছে।

ভোটকেন্দ্র নিয়ে বিতর্ক বাড়িয়ে বহুল কাক্সিক্ষত ডাকসু নির্বাচনকে বানচাল করার পায়তারায় পা না দিতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে আহ্বান জানাচ্ছি।

 


পাঠকের মন্তব্য দেখুন
এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.005295991897583