ডাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৩৩ জন

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থিতার জন্য বিতরণ শুরুর প্রথম দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৩ জন। এর মধ্যে ১১টি মনোনয়নপত্র ডাকসু ও ২২টি সংগ্রহ করেছেন হল সংসদের সম্ভাব্য প্রার্থীরা। মোট পাঁচটি মনোনয়নপত্র নিয়েছে ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা)।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে এ মনোনয়নপত্র বিতরণ করা হয়। হল প্রাধ্যক্ষের অফিস থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 

গতকাল মনোনয়নপত্র বিতরণ শুরুর প্রথম দিন শীর্ষস্থানীয় ছাত্র সংগঠনগুলোর উপস্থিতি চোখে পড়েনি। সংশ্নিষ্টরা জানান, প্রথম দিন হওয়ার কারণে মনোনয়নপত্র সংগ্রহের পরিমাণ কম হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ফের উপাচার্য কার্যালয়ে ছাত্রদল :এদিকে, নির্বাচন পেছানোসহ সাত দফা দাবি নিয়ে গতকাল আবারও উপাচার্যের কার্যালয়ে যান ছাত্রদলের নেতারা। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাবি শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আকরামুল হাসান বলেন, তারা একটা স্থিতিশীল সহাবস্থান চান। যারা হলের বাইরে আছেন, তাদের ফিরিয়ে নিতে হবে; সামগ্রিকভাবে তখন সহাবস্থান নিশ্চিত হবে। পাশাপাশি তাদের যে দাবি, ভোটকেন্দ্র হলের বাইরে দেওয়া, নির্বাচনের যে কমিটি সেগুলোতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। এ ছাড়া নির্বাচন তিন মাস পেছানোর যে দাবি রয়েছে, তার কারণ হলো বিশ্ববিদ্যালয়ের যেসব গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে, সহাবস্থান নিশ্চিত করে ডাকসু নির্বাচন হোক।

হলে ভোটকেন্দ্রের পক্ষে বাস কমিটির নেতারাও :আবাসিক হলে ভোটকেন্দ্র রাখার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে ঢাবির বাস কমিটির নেতাদের সংগঠন 'সম্মিলিত বাস রুট, ঢাকা বিশ্ববিদ্যালয়'। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা নিজেদের অবস্থান তুলে ধরেন। ঢাবি শিক্ষার্থীদের বিভিন্ন রুটে যাতায়াতের জন্য সিঙ্গেল ও ডাবল ডেকার মিলিয়ে বাস রয়েছে মোট ৬০টি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাল্কগ্দুনী বাস কমিটির সভাপতি নূর মোহাম্মদ বাপ্পী। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাবির আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে। অনাবাসিক শিক্ষার্থীরা হলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। হলে তাদের যাতায়াত অবাধ। অনাবাসিক শিক্ষার্থীদের হলে ভোটদানের সার্বিক পরিবেশ আছে বলে বিশ্বাস করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈশাখী বাসের সভাপতি মো. শামীম, আনন্দ বাসের সভাপতি মাহমুদুল হাসান, হেমন্ত বাসের সভাপতি মোবারক হোসেন, উল্লাস বাসের সাধারণ সম্পাদক সজল মজুমদার প্রমুখ।

ছাত্রদলকে ডাকসুতে অযোগ্য ঘোষণার দাবি :মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ছাত্রশিবিরকে নিয়ে মধুর ক্যান্টিনে প্রবেশের অভিযোগে ছাত্রদলকে ডাকসু নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ চার দফা দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ। গতকাল দুপুরে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে তারা। 

সমন্বয় পরিষদের অন্য দাবিগুলো হলো- বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও উপাচার্যকে নিয়ে কটূক্তির দায়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ছাত্রত্ব বাতিল ও বিচার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলায় জড়িত, গুজব রটনাকারী ও উস্কানিদাতাদের শাস্তি এবং ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মতো হল সংসদেও স্বাধীনতা-সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদ সংযোজন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0029211044311523