ঢাকা কলেজ প্রশাসনও চায় নির্বাচন হোক

ইমাদ উদ্দিন মারুফ |

ঢাকা কলেজ ছাত্র সংসদের নির্বাচন হয়েছে সর্বশেষ ১৯৯৪ সালে। তার পর গত দুই যুগ ধরে আর নির্বাচন হয়নি এ কলেজটিতে। নানা কারণে ভোট না হলেও কলেজ প্রশাসন চায়, ছাত্র সংসদ পুনরায় চালু হোক। শিক্ষাঙ্গনটিতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোও চায়, অচিরেই সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়া হবে।

এ প্রসঙ্গে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন মোল্লা  জানান, তাদের মতো যারা বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আছেন, তারা সবাই প্রত্যাশা করেন, কলেজে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি ছাত্র সংসদ থাকুক। তিনি বলেন, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, নাট্যকলাসহ সব সাংস্কৃতিক কার্যক্রম ছাত্র সংসদই করে থাকে।

তাই প্রত্যাশা করছি, ডাকসু নির্বাচনের পর এ সরকারি প্রতিষ্ঠানেও ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন হবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচনা ও নির্বাচনের নানা পদক্ষেপের খবর আশা জাগাচ্ছে ঢাকা 

কলেজের শিক্ষার্থীদের। এর ফলে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের যে ঢেউ জাগছে, তাতে ঢাকা কলেজ ছাত্র সংসদের দীর্ঘদিনের অচলাবস্থাও কাটবে বলে মনে করছেন বিভিন্ন সংগঠনের নেতারা। ডাকসু নির্বাচনের পর-পরই এ ব্যাপারে কলেজ প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনার কথা ভাবছেন তারা। 

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজু বলেন, তারা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে 'ফলো' করেন। তাই এতদিন ঢাবির অপেক্ষায় ছিলেন। ডাকসু নির্বাচন হলে তারা চাইবেন কলেজের নির্বাচনও যাতে হয়ে যায়। তাই নির্বাচনের দাবি জানানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। সুষ্ঠু প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দলমত নির্বিশেষে সঠিক ছাত্র নেতৃত্ব বের হয়ে আসবে বলে প্রত্যাশা করেন তিনি।

কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এইচ এম রাশেদ বলেন, ছাত্র সংসদ নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। ইতিমধ্যে এক শিক্ষকের সঙ্গে কথাও হয়েছে। তবে তারা চান নির্বাচন হতে হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। আর এ জন্য কলেজে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। যেন সবাই নির্বিঘ্নে ক্যাম্পাসে চলাচল করতে পারে, ভোট দিতে পারে। কেউ যেন হামলা ও গ্রেফতারের শিকার না হন। তিনি বলেন, সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্বই যদি করতে না পারে, তা হলে সে ছাত্র সংসদ প্রশ্নবিদ্ধ হবে। 

এ বিষয়ে কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বি এম জুবায়ের প্রধান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠন মিছিল-মিটিং করতে পারলেও ঢাকা কলেজে ছাত্রলীগের কারণে তেমন সামান্যতম সুযোগও নেই। কলেজের প্রত্যেকটি হলই তাদের নিয়ন্ত্রণে। ছাত্রলীগের একাংশ ছাত্র সংসদ নির্বাচন চাইলেও সংগঠনটির যেসব নেতা ক্যাম্পাসের বাইরে থেকে রাজনীতি করছেন, তারা তা চাইছেন না। সুষ্ঠু নির্বাচন হলে শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীদেরই নেতৃত্বে নিয়ে আসবেন।

ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ১৯৫০-৫১ সালে। সংসদের সর্বশেষ (১৯৯৩-৯৪ সাল) সহসভাপতি হারুনুর রশিদ হারুন সমকালকে বলেন, সময়ের প্রয়োজনে, ছাত্ররাজনীতির প্রয়োজনে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হওয়া প্রয়োজন। আদালত ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে রায় দিয়েছেন, তাকে অবশ্যই সম্মান জানাই। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বলা যায়, সহাবস্থান ছাড়া ছাত্র সংসদ নির্বাচন দেওয়া উচিত নয়। সে ক্ষেত্রে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। 

সুত্র: সমকাল


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.002932071685791