ঢাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি রুখতে সজাগ থাকবে ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কেউ যাতে অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে ছাত্রলীগ সজাগ থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।

তিনি বলেন, দুষ্টচক্ররা কিছু কাজ করত। সেইক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে সংগঠনটি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীত চন্দ্র দাস। তিনি বলেন, তারুণ্যের এই উৎসবকে মুখরিত, নান্দনিক ও সুপরিকল্পিত করতে বদ্ধপরিকর বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে গণমাধ্যমের বন্ধু, পরীক্ষার্থী, অভিভাবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে, এজন্য সংশ্লিষ্ট সব পক্ষই যেন সতর্ক থাকে। তিনি বলেন, সহযোগিতায় সার্বিক রূপকল্পসহ ভালোবাসার ডালি নিয়ে তাদের বরণ করতে প্রস্তুত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়।

ছাত্রদের ভর্তি পরীক্ষার সুবিধার জন্য প্রতি বছর ঢাবি ছাত্রলীগ থেকে নানা আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ‘জয় বাংলা বাইক সার্ভিস’, পরীক্ষা কেন্দ্রে পরিচিতির জন্য দিকনির্দেশক চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবকের ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা করা, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে নেয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা করা, বিভিন্ন পয়েন্টে স্থায়ী তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের বিশ্রামের জন্য চেয়ার, হাতপাখা ও খাবার পানির ব্যবস্থা করা এবং হটলাইনের মাধ্যমে যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক সেবা প্রদানের ব্যবস্থা করবে ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পাঁচটি ইউনিট রয়েছে, এটি একটি মেধাভিত্তিক উৎসবের প্রতিযোগিতায় পরিণত হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন তারুণ্যের উৎসবে মুখরিত থাকে, সেটি আমরা দেখতে চাই।’

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনারা সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখবেন। আপনারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীও যেন কোনো অসদুপায় অবলম্বন না করতে পারে, সেজন্য যে কোনো মূল্যে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করবেন।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি - dainik shiksha মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! - dainik shiksha খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! এইচএসসির ফরম পূরণ শুরু আজ - dainik shiksha এইচএসসির ফরম পূরণ শুরু আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা - dainik shiksha মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! - dainik shiksha মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0032031536102295