থ্যালাসেমিয়া রোগীদের নিবন্ধন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীতে এক জাতীয় কর্মশালায় বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ থ্যালাসেমিয়ার ঝুঁকিতে রয়েছে। প্রতিবছর সাত হাজার শিশু জন্ম নেয় থ্যালাসেমিয়া নিয়ে। দেশের সব থ্যালাসেমিয়া রোগীর নিবন্ধন করবে সরকার।

 রোববার (১১ নভেম্বর) মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলা হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি যৌথভাবে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ৩০০ চিকিৎসক ছাড়াও নার্স ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও তাদের অভিভাবকেরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কোনো দোষ নেই। কিন্তু এই রোগে আক্রান্ত শিশুরা জন্মের পরেই যেন মৃত্যুর মুখে দাঁড়িয়ে যায়। এ জন্য মা-বাবা বা অভিভাবকদের সচেতন হওয়া দরকার।’ তিনি বলেন, বিয়ের আগে রক্ত পরীক্ষার যে কথা উচ্চ আদালত বলেছেন, তা মানা উচিত। এতে সংকোচ বা লজ্জার কিছু নেই। এতে থ্যালাসেমিয়ার প্রকোপ কমবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞদের মধ্যে চিকিৎসার ধরনে পার্থক্য রয়েছে। চিকিৎসার জন্য সমন্বিত নির্দেশিকা প্রয়োজন।

অনুষ্ঠানের সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, দেশের সব থ্যালাসেমিয়া রোগীকে নিবন্ধন করে চিকিৎসার আওতায় আনা হবে। এই রোগের চিকিৎসাবিধি প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে।

স্বাগত বক্তব্যে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির বিষয়ভিত্তিক পরিচালক নূর মোহাম্মদ বলেন, থ্যালাসেমিয়ার প্রকোপের তুলনায় দেশে এর চিকিৎসার আশানুরূপ উন্নতি হয়নি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মহাসচিব মো. আবদুর রহিম, ফাউন্ডেশনের উপদেষ্টা ও সরকারের সাবেক সচিব আখতারি মমতাজ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ও পরে একাধিক অধিবেশনে এই রোগের আধুনিক চিকিৎসা সম্পর্কে চিকিৎসকদের অবহিত করা হয়।


পাঠকের মন্তব্য দেখুন
অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0054409503936768