দুই কেন্দ্রে ২ পরীক্ষার্থী, দায়িত্বে ২৬ জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি |

চুয়াডাঙ্গার জীবননগরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দুটি কেন্দ্রে বাংলা ২য় পত্র বিষয়ে পরীক্ষার্থী ছিল মাত্র একজন করে। আর পরীক্ষা উপলক্ষে ওই দুটি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন ১৩ জন করে। 

ওই দুই কেন্দ্রের পরীক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল শেহান এবং মো. ইব্রাহিম। আব্দুল্লাহ আল শেহান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আর মো. ইব্রাহিম জীবননগর উপজেলার কাশেম আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
 
শনিবার উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আব্দুল্লাহ আল শেহান এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মো. ইব্রাহিম পরীক্ষায় অংশ নেয়। 
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ওই দুই পরীক্ষাকেন্দ্রে শনিবার পরীক্ষার্থীর সংখ্যা একজন করে হলেও এর জন্য প্রতি কেন্দ্রে দায়িত্বে ছিলেন- ইউএনওর প্রতিনিধি হিসেবে একজন সরকারি কর্মকর্তা, কেন্দ্র সচিব ও হল সুপারসহ পাঁচজন শিক্ষক, কক্ষ পরিদর্শক দুজন, একজন চিকিৎসক, দুজন পুলিশ এবং চতুর্থ শ্রেণির কর্মচারী দুজন। এছাড়া অন্যান্য দিনের মতো পরীক্ষা চলাকালে দুই কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।


 
কেন্দ্র সচিব ও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, পরীক্ষার্থী মাত্র একজন হলেও আয়োজন রয়েছে পুরোপুরি। দায়িত্বে কোনো কমতি করা হয়নি। যার যার দায়িত্ব সবাইকে পালন করতে হয়েছে। 
 
জেএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ আল শেহান ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় অংশ নিলেও তার বাবা মারা যাওয়ার কারণে পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যায়। এ কারণে পুরাতন সিলেভার্স অনুযায়ী তাকে এ বছর অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে শনিবার বাংলা ২য় পত্রের পরীক্ষায় অংশ নিতে হয়েছে। 


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0042381286621094