দ্বিতীয় শ্রেণির বিভিন্ন গ্রেডে ননক্যাডার নিয়োগে জটিলতা

আশরাফুল হক |

বিসিএস উত্তীর্ণ কিন্তু ক্যাডারের সুপারিশ বঞ্চিত ননক্যাডার পদে নিয়োগের সুপারিশ প্রাপ্তদের দ্বিতীয় শ্রেণির চাকরির কোন কোন গ্রেডে নিয়োগ করা যায় তা জানতে চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে পাঠানো এ চিঠিতে সাত দিনের মধ্যে মতামত চাওয়া হয়েছে। জন প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য নিশ্চিত করেছে। 

বিসিএস উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার সার্ভিসের সুযোগ পাচ্ছিলেন না গত কয়েক বছর ধরে তাদেরকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ননক্যাডার পদে নিয়োগ দিয়ে আসছে সরকার। প্রথম শ্রেণির ননক্যাডার পদে নিয়োগ দেওয়া হয় নবম গ্রেডে। কিন্তু দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয় দশম, একাদশ ও দ্বাদশ গ্রেডে। তিনটি গ্রেডে নিয়োগ দিতে গিয়ে দ্বিতীয় শ্রেণির চাকরিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তিন গ্রেডের বেতন স্কেল তিন ধরণের। তাদের পদোন্নতিও হয় ভিন্ন ভিন্ন বিধিমালায়। এরমধ্যে প্রাথমিক ও সরকার মাধ্যমিক বিদ্যালয়েও নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ একাদশ, দ্বাদশ গ্রেডের নিয়োগ পিএসসির হাতে ছাড়তে চায় না। তারা নিজেরাই এসব পদে নিয়োগ দিতে চায়। এই নিয়োগের সঙ্গে মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের স্বার্থ রয়েছে। এসব নিয়োগে স্বজনপ্রীতি চলে এবং মোটা অংকের টাকা লেন দেন হয়। পিএসসির হাতে চলে যাওয়ার পর থেকেই বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিজেদের কব্জায় এ নিয়োগ ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

এই অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ও দ্বিতীয় শ্রেণির বিভিন্ন গ্রেডে চাকরির ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়। বিশেষ করে যারা বিসিএস উত্তীর্ণ হয়েও নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণিতে যোগ দিচ্ছেন সেইসব ক্ষেত্রে। একারণেই বিভিন্ন মন্ত্রণালয়ের অানুষ্ঠানিক মতামত চাওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের মতামত জনপ্রশাসনে পাঠিয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষা ডটকমকে জানিয়েছেন, তারা প্রথম শ্রেণির নবম গ্রেডের সঙ্গে দ্বিতীয় শ্রেণির শুধু দশম গ্রেডকে পিএসসির নিয়ন্ত্রণে নেয়ার সুপারিশ করেছেন। অর্থাৎ বিসিএস উত্তীর্ণ কিন্তু ক্যাডারের সুপারিশ বঞ্চিতদের প্রথম শ্রেণির নবম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণির দশম গ্রেডে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। একাদশ ও দ্বাদশ গ্রেডের নিয়ন্ত্রণ মন্ত্রণালয় বা বিভাগ এবং তাদের নিয়ন্ত্রনাধীণ অধিদপ্তরের হাতে রাখার জন্য মন্ত্রণালয়টি সুপারিশ করেছে।  

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক মঙ্গলবার (৯ অক্টোবর) দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, ‘দ্বিতীয় শ্রেণির একাধিক গ্রেডে ননক্যাডারদের নিয়োগ দেয়ার কারণে একধরণের জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে। এ বিষয়ে একটা নীতিমালা তৈরি করা হবে। এতে জটিলতারও অবসান হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0030601024627686