নেদারল্যান্ডসে হ্যাটট্রিক জয় মেয়েদের

দৈনিকশিক্ষা ডেস্ক |

নেদারল্যান্ডসে জয়ের ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচে টানা হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।

গতকাল সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে ডাচদের সঙ্গে প্রথম দেখায় শেষ মুহূর্তে জয় পেয়েছিল সফরকারীরা। আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসকে হারিয়েছিল ৬৫ রানে।

গতকাল টস জিতে ব্যাট করতে নামা থাইল্যান্ড নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৮৭ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে বল হাতে ৯ রানে দুটি উইকেট নিয়েছেন নাহিদা। ১৩ রান দিয়ে সমান দুটি নিয়েছেন অধিনায়ক সালমা। আর ৬ রান দিয়ে এক উইকেট নেন খাদিজাতুল কোবরা।

জবাবে ব্যাট করতে নেমে ১৮ দশমিকে ২ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে ৩৯ রান করেছেন নিগার সুলতানা। ১৪ রান করেছেন রিতু। আর শায়লা শারমিন ১১ রান করেছেন।

আট দলকে নিয়ে ৩১ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

মূল পর্বে অংশ নেয়ার আগে স্কটল্যান্ডে ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করেছেন বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতি ম্যাচ শেষ করে যোগ দেবেন বাছাইপর্বে।

বাছাইপর্বে ‘এ’ গ্রুপে খেলবেন বাংলাদেশের মেয়েরা। একই গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড।

বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর দিন ৩১ আগস্ট পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও ৩ সেপ্টেম্বর স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : সালমা খাতুন (অধিনায়ক), মোর্শেদা খাতুন হ্যাপি, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সানজিদা ইসলাম, সোবহানা মোস্তারি, রিতু মনি, খাদিজা তুল কোবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা ও শামীমা সুলতানা।

স্ট্যান্ডবাই : সুরাইয়া আজমি, লতা মণ্ডল ও শারমিন আক্তার সুপ্তা।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.005012035369873