পদ্মায় বিলীন আরও এক স্কুল

রাজশাহী প্রতিনিধি |

রাজশাহীর বাঘায় এবার লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত বৃহস্পতিবার বিকেলে ৩৭ বছরের পুরনো এ স্কুল নদীর বুকে হারিয়ে যায়। এর আগে গত ২০ আগস্ট আরেকটি স্কুল পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে।

জানা যায়, ১৯৮৭ সালে ৩৩ শতাংশ জমির ওপর লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে দেখে সম্প্রতি নিলাম ডাকে দুই লাখ ৩৯ হাজার ৯৯৮ টাকায় স্কুল ভবন বিক্রি করে দিয়েছিল কর্তৃপক্ষ।  লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, ‘চোখের সামনে স্কুলটি পদ্মায় তলিয়ে গেল। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছুই করতে পারলাম না। আর প্রায় ১৬ গজ ভাঙলেই নদীগর্ভে চলে যাবে স্কুলটির জমিও।’ শুধু লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ই নয়, গত আট বছরে পাঁচটি স্কুল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, ১৯৩৫ সাল থেকে দুর্গম পদ্মার চরে আলো ছড়িয়ে যাচ্ছে ৯টি প্রাথমিক ও দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

২০০৫ সালে চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মার ভাঙনের কবলে পড়ে। পরে পলাশী ফতেপুর, আতারপাড়া ও চকরাজাপুর উচ্চ বিদ্যালয় নদীর বুকে হারিয়ে যায়। এ বছর চরকালিদাসখালী ও লক্ষ্মীনগর স্কুল দুটি নদীগর্ভে বিলীন হলো।

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, প্রথমে ১৯৯৮ সালে তাঁদের স্কুল ও চকরাজাপুর বাজার ভাঙনের কবলে পড়ে। ওই বছর সরিয়ে নেওয়ার পর ২০১২ সালে আবারও ভাঙনের মুখে পড়ে তাঁদের স্কুল ও চকরাজাপুর বাজার। পরে কালিদাসখালী মৌজায় সরিয়ে নিলে ২০১৮ সালে ফের ভাঙনের কবলে পড়ে।


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0029830932617188