পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি!

নাটোর প্রতিনিধি |

নাটোরের নলডাঙ্গা উপজেলায় রবিবার (৮ ডিসেম্বর) বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যা নিকেতন স্কুল এবং ডাক্তার নাসির উদ্দীন তালুকদার কলেজে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করে আওয়ামী লীগের কাউন্সিলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

প্রতিষ্ঠান দুটির সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় পরীক্ষা বাতিল করে শিক্ষক শিক্ষার্থীদের সম্মেলনে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আওয়ামী লীগের কাউন্সিলে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ওই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হন। সম্মেলনে যোগ দিতে বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক ইয়াছিন আলী।  

প্রধান শিক্ষক ইয়াছিন আলী বলেন, ‘উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। তিনি দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি। তার নির্দেশে ৮ ডিসেম্বরের নির্ধারিত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং নবম শ্রেণির রসায়ন পরীক্ষা বাতিল করা হয়েছে। এসব পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।’

জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, ‘শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে শিক্ষক ও শিক্ষার্থীদের কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগদান আইনসঙ্গত নয়। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বিষয়টি সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমানের একাডেমিক সুপারভাইজার আবু আনসারি জানান, এ ঘটনায় উভয় প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তৌহিদুর রহমান লিটনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে মিটিংয়ে যেতে বাধ্য করিনি। ছাত্রছাত্রী ও শিক্ষকরা আমাকে ভালোবেসে কাউন্সিলে এসেছিল।'


পাঠকের মন্তব্য দেখুন
হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.004925012588501