পাঠ্যসূচিতে ‘ভোক্তা অধিকার’ অন্তর্ভুক্ত করার পরামর্শ বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক |

সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে ভোক্তা অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঢাকার বিদ্যুৎ ভবনের বিজয় হলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত জেলা প্রতিনিধিদের সম্মেলন ও ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিষয়টি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করলে শিক্ষার্থীরা ছাত্রজীবন থেকেই ভোক্তা অধিকার সম্পর্কে জানতে পারবে। ফলে বাস্তব জীবনে এসে তা কাজে লাগানোর সুযোগ পাবে। সরকার ইতোমধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে। দেশব্যাপী এখন বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাজারে অভিযান পরিচালনা করে অপরাধীদের জেল-জরিমানাও করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তারা এ বিষয়ে সচেতন হলে বেশি ফল পাওয়া যাবে। ভোক্তাদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে। এতে ভালো ফলও পাওয়া যাচ্ছে। এজন্য দেশব্যাপী কাজ করছে ভোক্তাদের সংগঠন ক্যাব। তবে ক্যাবের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, মানুষ যাতে প্রতারিত না হন, সে বিষয়ে সচেতন থাকতে হবে। নিজের অধিকার প্রতিষ্ঠায় নিজেকেই কাজ করতে হবে। ব্যবসায়ী ও ভোক্তা উভয়েই যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। দেশের মানুষের আয় বাড়ার পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে। ক্রেতারা যাতে প্রতারিত না হয়, সে জন্য নিজ নিজ অবস্থান থেকেই এ বিষয়ে অবদান রাখতে হবে।

ক্যাবের সভাপতি ও সাবেক সচিব গোলাম রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহম্মদ একরামুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মফিজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্কর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।

এর আগে বাণিজ্যমন্ত্রী তার সচিবালয়ের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত জুলিয়াস প্রানেভিসিয়াস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত ডানিয়েল চুবুরুর সঙ্গে বৈঠক করেন। 

এ সময় উভয় দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন বাধা দূর করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে একমত পোষণ করেন তিনি। পাশাপাশি আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে দেশ দু’টির বাণিজ্য বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন।


পাঠকের মন্তব্য দেখুন
এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.014257907867432