প্রতি ক্লাসের বাজেট ৩৫ হাজার, কোথাও কোথাও সংসদ টিভি দেখা যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক |

দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে 'আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে  মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) 'ঘরে বসে শিখি' শিরোনামে সংসদ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার। তবে, দেশের কোথাও কোথাও সংসদ টিভি দেখা যাচ্ছেনা।

এতদিন এ বিষয়ে অভিভাবকদের হাজারো অভিযোগ কান না দিলেও অবশেষে তা স্বীকার করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।  অভিভাবকরা দাবি করছেন বিটিভিতে দেখানোর জন্য। গত একসপ্তাহে আসা অভিযোগগুলোতে টনক নড়েছে কতৃপক্ষের। তাই, স্থানীয় কেবল অপারেটরদের সাথে যোগাযোগ করে এবং প্রয়ােজন হলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাহায্য নিয়ে এ জটিলতা নিরসন করতে বলেছে শিক্ষা অধিদপ্তর। মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদেরকে এমন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। এতেও জটিলতা নিরসন না হলে এলাকার নাম উল্লেখ করে অধিদপ্তরে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালক, জেল-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কোনাে কোনাে জায়গায় সংসদ বাংলাদেশ টেলিভিশন' পরিষ্কার দেখা যাচ্ছে না বলে কর্তৃপক্ষ জানতে পেরেছেন।

এ অবস্থায় স্থানীয় কেবল অপারেটরদের সাথে যোগাযোগ করে এবং প্রয়ােজন হলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাহায্য নিয়ে এ জটিলতা নিরসনে পদক্ষেপ নিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেহেতু সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রাথমিক পর্যায়ের শ্রেণি পাঠদান প্রচারিত হবে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেও সমস্যাটি সমাধান করা যেতে পারে। যদি কোনােভাবেই সমস্যাটির সমাধান না হয়, তবে তার কারণ ও সংশ্লিষ্ট এলাকার নাম উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে মহাপরিচালক স্বাক্ষরিত আরেকটি চিঠিতে বলা হয়েছে, সংসদ টিভিতে খবর প্রচারের জন্য প্রতিটি ক্লাসের বাজেট ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। একটি বেসরকারি টিভিতে প্রচারিত ১৬ কোটি টাকার বাজেটের প্রতিবেদনের প্রতিবাদে মহাপরিচালক জানান, ‘১৬ কোটি টাকা বাজেট পাস হয়নি। প্রতিটি ক্লাসের ব্যয় ৩৫ হাজার টাকা।’ 

তবে, প্রতিটি ক্লাসের বাজেট ৩৫ হাজার টাকা ধরা হলেও বাজেট পাস হয়নি বলে দাবি করেন মহাপরিচালক। 

করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টিভিতে পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে মাধ্যমিকের ক্লাস প্রচারের কার্যক্রম বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সহযোগিতা করছে এটুআই, ব্যানবেইসসহ অন্যান্যরা। প্রাথমিকের ক্লাস প্রচারের কার্যক্রম বাস্তবায়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রধানমন্ত্রীর নির্দেশে টিভিতে এই পাঠদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। দীর্ঘ ছুটিতে লাখ লাখ শিক্ষার্থীকে পড়াশোনার মধ্যে রাখার সরকারি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা সংসদ টিভিতে এসব ক্লাস দেখতে পারবেন। এছাড়া দৈনিক শিক্ষা ডটকমের অরিজিনাল ফেসবুক পেজ এবং দৈনিক শিক্ষা ডটকমের অফিশিয়াল ফেসবুক গ্রুপে সরাসরি ক্লাস সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এটুআইয়ের ফেসবুক পেজে ক্লাস সম্প্রচার করা হবে।

টেলিভিশনে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিষয়ভিত্তিক ক্লাস দেখলেই কাজ শেষ নয়। টিভিতে প্রচারিত প্রতিটি ক্লাসের পর দেয়া হবে বাড়ির কাজ। আর প্রতিটি বিষয়ের আলাদা খাতায় সেই বাড়ির কাজ শেষ করতে হবে। করোনার তাণ্ডব শেষ হলে যখন স্কুল খোলা হবে তখন শিক্ষকদের সেই বাড়ির কাজের খাতা দেখাতে হবে। বাড়ির কাজের প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে। 

যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হবে। দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বাসায় অবস্থান করেই ছাত্র-ছাত্রীরা যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংসদ টেলিভিশনে রেকর্ড করা শিক্ষা কার্যক্রম সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। 

 


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0046470165252686