প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অবৈধভাবে নিয়োগ দেয়ার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি |

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে সহকারী শিক্ষক হিসেবে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলামের সঙ্গে যোগসাজশ করে পুরনো তারিখে স্ত্রীকে নিয়োগ দেন তিনি।

নিয়মবহির্ভূতভাবে দেওয়া শিক্ষকের নিয়োগ বাতিল এবং এ ঘটনায় জড়িত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসী ফুঁসে উঠেছে। শিক্ষকদের পাশাপাশি ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যরাও বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন আলীর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, করোনাকালে জেএস মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সুযোগে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তাঁর স্ত্রীকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেন। পাঁচ বছর পেছনের তারিখে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে ২০১৪ সালে স্ত্রী উলফাত আরাকে নিয়োগ দেখিয়েছেন।

জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা খাতুন, ফাতেমা খাতুন, ঈশিতা খাতুন, নাহিদা খাতুন, মণিকা খাতুন, ইমন আলী ও ওমর আলী জানায়, ২০১৬ সালে তারা ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে। এ পর্যন্ত এক দিনও উলফাত আরা খাতুনকে বিদ্যালয়ে দেখেনি তারা। কোনো ক্লাস রুটিনেও তাঁর নাম ছিল না।

অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে তৎকালীন ম্যানেজিং কমিটি উলফাত আরা খাতুনকে তাঁর যোগ্যতাবলেই নিয়োগ দিয়েছে। তখন ওই পদটির অনুমোদন না থাকায় বিগত পাঁচ বছর বেতন-ভাতা পাননি তিনি। বর্তমানে পদটি এমপিওভুক্ত হওয়ায় বেতন-ভাতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে জমা দেওয়া হয়েছে।’

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি ইউএনও লিটন আলী বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অনিয়মের বিষয়টি শিগগিরই অধিকতর তদন্ত করে দেখা হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0035569667816162