প্রভাষকের বিরুদ্ধে স্কুলছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শরিফুল ইসলাম খন্দকার মনি নামে এক প্রভাষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হাতীবান্ধা থানায় অভিযোগ করেছেন ওই স্কুলছাত্রীর বাবা।

অভিযুক্ত খন্দকার মনি উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকার আব্দুল জব্বার খন্দকারের ছেলে। তিনি হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। 

পুলিশ সূত্রে জানা যায়, প্রভাষক খন্দকার মনি তার প্রতিবেশী অষ্টম শ্রেণির ছাত্রীকে গৃহশিক্ষক হিসেবে পড়াতেন। এ সুযোগে বিভিন্ন সময় কুপ্রস্তাবের পাশাপাশি বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে যৌন নিপীড়ন করেন। যৌন নিপীড়নের ছবিও ধারণ করেন মনি।

যৌন হয়রানীর বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানালে মনিকে পারিবারিকভাবে নিষেধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মনি ওই ছাত্রীর সঙ্গে তার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করেন।

অবশেষে ওই স্কুলছাত্রীর বাবা শিক্ষক মনির বিরুদ্ধে যৌন নিপীড়নের একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে পুলিশ নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনে আরও একটি মামলা নথিভুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চেয়ে আবেদনের প্রক্রিয়া শুরু করেন।

অভিযুক্ত প্রভাষক খন্দকার মনি যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই মেয়ে আমার প্রাইভেট ছাত্রী হলেও সম্পর্কে ভাতিজি হয়। দুই বছর আগের একটি ছবি এডিটিং করে ফেইজবুকে দেওয়া হয়েছে মাত্র।’

হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, শরিফুল ইসলাম খন্দকার মনি নামে এক প্রভাষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করা হয়েছে। 

ওই ছাত্রীর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে তথ্য প্রযুক্তি আইনে আরও একটি মামলার অনুমতি চেয়ে পুলিশের হেড কোয়ার্টারে আবেদন করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0026841163635254