প্রযুক্তির পাঠদানে স্থবিরতা

দৈনিকশিক্ষা ডেস্ক |

পিরোজপুরের মঠবাড়িয়ার ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া পাঠদানের লক্ষ্যে দোয়েল ব্রান্ডের ল্যাপটপ, একটি প্রজেক্টর, দৃশ্যমান পর্দাসহ মাল্টিমিডিয়া পাঠদানের উপকরণ দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ মাল্টিমিডিয়া পাঠদান শুরুর কিছুদিন পরই বিপত্তি দেখা দেয়। ল্যাপটপ আর প্রজেক্টর মেশিন নিম্নমানের হওয়ায় তা অচল হয়ে যায়। তা ছাড়া বিদ্যুৎ গেলে বিকল্প ব্যবস্থা না থাকায় স্কুল চলাকালীন পাঠদান অসম্ভব হয়ে পড়ে।

ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হেলাল উদ্দিন বলে, ‘আমাদের মাল্টিমিডিয়ার যন্ত্রপাতি সব নষ্ট হয়ে গেছে। দুই মাস ধরে পাঠদান একেবারেই বন্ধ রয়েছে। তা ছাড়া আমাদের পুরনো টিনের ঘরে মাল্টিমিডিয়া পাঠদানের উপযোগী শ্রেণিকক্ষ নেই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ‘স্কুল ভবনটি জরাজীর্ণ। এখানে মাল্টিমিডিয়া পাঠদান সম্ভব নয়। তা ছাড়া কয়েক মাস ধরে ল্যাপটপ আর প্রজেক্টর মেশিন অচল হয়ে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে।’

জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নের মাধ্যমিক স্কুল ও মাদরাসায় মাল্টিমিডিয়া পাঠদান নানা সংকটে পড়ে অকার্যকর হয়ে পড়েছে। এ ছাড়া উপজেলার ১৪টি মাধ্যমিক স্কুল, ২৯টি মাদরাসা ও চারটি কলেজ কর্তৃপক্ষ মাল্টিমিডিয়ার কোনো উপকরণ পায়নি। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানে উপকরণ দেওয়া হয়েছে তার ৮০ শতাংশ অচল। এসব প্রতিষ্ঠানে বিকল্প বৈদ্যুতিক ব্যবস্থা, দক্ষ শিক্ষক, আধুনিক শ্রেণিকক্ষসহ সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে মাল্টিমিডিয়া পাঠদানে স্থবিরতা বিরাজ করছে।

শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে ২০১২ সাল থেকে মাল্টিমিডিয়া পাঠদান কর্মসূচি চালু হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন তিনটি করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্লাস নেওয়ার কথা। কিন্তু যন্ত্রপাতি অকেজো থাকা ও তদারকির অভাবে তা সম্ভব হচ্ছে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মঠবাড়িয়ায় ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩টিতে, ৪৮টি মাদরাসার ১৯টিতে ও আটটি কলেজের মধ্যে চারটিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবস্থা চালুর লক্ষ্যে ল্যাপটপ, প্রজেক্টর, দৃশ্যমান পর্দাসহ আনুষঙ্গিক সব উপকরণ দেওয়া হয়। অন্যদিকে উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২৯টি মাদরাসা ও চারটি কলেজে এখনো কোনো উপকরণের বরাদ্দ মেলেনি। ফলে উপজেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এ কর্মসূচির বাইরে রয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রজেক্টর মেশিন ও ল্যাপটপ অচল হয়ে পড়া, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের গাফিলতি, প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষক ও মাল্টিমিডিয়া ক্লাসরুম উপযোগী কক্ষ সংকটে এ কর্মসূচি এখন মুখ থুবড়ে পড়েছে।

উপজেলার নূরজাহান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জান্নাতি আক্তার বলে, ‘আমাদের স্কুলে মাল্টিমিডিয়া সামগ্রী কয়েক মাস ধরে অচল অবস্থায় পড়ে আছে। ছাত্রছাত্রীদের আগ্রহ থাকলেও মাল্টিমিডিয়া পাঠদানের কোনো উদ্যোগ নেই। শিক্ষকদের বহুবার জানিয়েছি, কিন্তু নষ্ট যন্ত্রপাতি সচল করছেন না।’

উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান বলেন, ‘প্রজেক্টর ও ল্যাপটপ নষ্ট হয়ে পড়লে পাঠদানে সমস্যা হয়। কিছুদিন আগে দোয়েল ব্রান্ডের ল্যাপটপটি একেবারে নষ্ট হয়ে যায়। পরে নিজেদের উদ্যোগে আরেকটি ল্যাপটপ কিনেছি।’

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ বলেন, ‘উপজেলার ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া পাঠদান চালুর জন্য উপকরণ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ না থাকায় উপকরণ সহায়তা মেলেনি। তবে বরাদ্দ এলে সেসব প্রতিষ্ঠানেও যন্ত্রপাতি সরবরাহ করা হবে।’ তিনি আরো বলেন, ‘কিছু বিদ্যালয়ে মাল্টিমিডিয়া পাঠদানে নানা সংকট তৈরি হয়েছে। উপযুক্ত শ্রেণিকক্ষ না থাকা, প্রজেক্টর ও ল্যাপটপ অকেজো হওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। এর মধ্যে তিনটি কলেজ ও পাঁচটি মাদরাসায় উপকরণ থাকলেও তা নষ্ট হওয়ায় পাঠদান সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে মাল্টিমিডিয়া পাঠদান যথারীতি চালাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে।’

 

সৌজন্যে: কালের কণ্ঠ


পাঠকের মন্তব্য দেখুন
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030992031097412